স্কুলে চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণা কোলাঘাটে, প্রতারণায় গ্রেফতার স্কুল শিক্ষিকা 

Written by SNS November 2, 2022 4:03 pm

কোলাঘাট,২ নভেম্বর — ফের স্কুলে চাকরি দেওয়ার নামে প্রতারণার ঘটনা ঘটলো কোলাঘাটে।প্রতারণার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা অতনু গুছাইতের স্ত্রী মানসী গুছাইতের বিরুদ্ধে।৩০ লক্ষ টাকা প্রতারণার মামলায়  নাম জড়িয়েছে তাঁর।হাওড়ার রানিহাটি হাইস্কুলের ওই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ, স্বামীর সঙ্গে হাত মিলিয়ে চাকরি দেওয়ার নামে মানুষের কাছে টাকা আদায় করেছেন তিনি।মঙ্গলবার স্কুলে গিয়ে সেখান থেকে অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেফতার করে তমলুক থানা।

চাকরি দেওয়ার নাম করে দীর্ঘদিন ধরে মানুষকে ঠকিয়ে এসেছেন স্বামী স্ত্রী মিলে। প্রায় ৩০ লক্ষ টাকার প্রতারণার করেছেন তারা। সূত্রের খবর, প্রায় এক বছর ধরে পলাতক কোলাঘাট পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ অতনু গুছাইত। তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত। অতনুবাবুর বিরুদ্ধেও প্রতারণার মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। হাইকোর্টে তিনি আগাম জামিনের আবেদন করেছিলেন, সেটিও খারিজ হয়েছে। এবার গ্রেফতার হলেন তাঁর স্ত্রী, মানসীদেবী।এলাকাবাসীদের দাবি, ওই দম্পতি পার্থর ঘনিষ্ঠ ছিলেন। তাই কোলাঘাট ও তমলুকের বহু লোকজন চাকরির আশায় তাঁদের সঙ্গে যোগাযোগ করেন। টাকা দিয়ে প্রতারিত হন।