• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শিশু-কিশোরের হাতে মোবাইল দেখলেই জরিমানা গ্রামে 

মুম্বাই, ১৮ নভেম্বর– শিশু, কিশোরদের মোবাইলের আসক্তি থেকে বাঁচাতে চরম পদক্ষেপ করল এ দেশেরই একটি গ্রাম। কারও হাতে মোবাইল দেখলে বা কাউকে মোবাইল নিয়ে গেম খেলতে দেখলেই জরিমানার নিদান দিয়েছে পঞ্চায়েত। কেউ গেম খেলতে ব্যস্ত, কেউ সর্বক্ষণ ইন্টারনেট ঘাঁটছে। গ্রামের শিশু এবং কিশোরদের মধ্যে এই আসক্তি দেখে পঞ্চায়েত প্রধান স্পষ্ট নির্দেশ দিয়েছেন, কেউ যদি এই

মুম্বাই, ১৮ নভেম্বর– শিশু, কিশোরদের মোবাইলের আসক্তি থেকে বাঁচাতে চরম পদক্ষেপ করল এ দেশেরই একটি গ্রাম। কারও হাতে মোবাইল দেখলে বা কাউকে মোবাইল নিয়ে গেম খেলতে দেখলেই জরিমানার নিদান দিয়েছে পঞ্চায়েত।

কেউ গেম খেলতে ব্যস্ত, কেউ সর্বক্ষণ ইন্টারনেট ঘাঁটছে। গ্রামের শিশু এবং কিশোরদের মধ্যে এই আসক্তি দেখে পঞ্চায়েত প্রধান স্পষ্ট নির্দেশ দিয়েছেন, কেউ যদি এই নিয়ম লঙ্ঘন করে, তা হলে ওই শিশু বা কিশোরের পরিবারকে জরিমানা দিতে হবে।

Advertisement

মহারাষ্ট্রের যবতমল জেলার বানসি গ্রামে গত ১১ নভেম্বর একটি গ্রামসভার আয়োজন করা হয়েছিল। পঞ্চায়েত প্রধান গজানন তালে জানিয়েছেন, যে ভাবে গ্রামের শিশু, কিশোররা মোবাইলে মগ্ন তা তাদের পড়াশোনা তো বটেই স্বাস্থ্য এবং মানসিক দিক থেকে প্রভাবিত হচ্ছে তারা। যা অত্যন্ত উদ্বেগের বিষয়। তাই পঞ্চায়েত এখন থেকে গ্রামে শিশু, কিশোরদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করছে। কেউ এই নির্দেশ অমান্য করলে ২০০ টাকা করে জরিমানা দিতে হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান।

Advertisement

Advertisement