হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে আপত্তিকর মন্তব্য করলে দায়ী অ্যাডমিনও, ফাঁসবেন পুলিশের জালে 

Written by SNS February 17, 2023 6:16 pm
দিল্লি, ১৭ ফেব্রুয়ারি– এবার যাই লিখবেন ভেবেচিন্তে। হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে উসকানি দেওয়ার কোনও পোস্ট করা হলে, অভিযুক্ত পোস্টদাতার পাশাপাশি দায়ী হবেন সংশ্লিষ্ট গ্রুপের অ্যাডমিনও। উভয়ের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এখন থেকে। মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার এডিএম এই বিষয়ে নিষেধাজ্ঞামূলক নির্দেশ জারি করেছেন সাম্প্রতিক কিছু ঘটনার পরে।

নির্দেশে বলা হয়েছে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের কোনও গ্রুপে যদি এমন কোনও বার্তা পোস্ট করা হয় যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, তার জন্য অ্যাডমিনরাও এখন থেকে দায়ী থাকবেন। অতএব, তাঁরা নিজেরা এই ধরনের কোনও বিতর্কিত বার্তা তো পোস্ট করবেনই না, তাঁদের গ্রুপের সদস্যদেরও তা করতে দেবেন না। যদি তা সত্ত্বেও গ্রুপের কোনও সদস্য কোনও আপত্তিকর পোস্ট দেয়, তাহলে অ্যাডমিনের দায়িত্ব হবে নিকটবর্তী থানায় জানানো। তা না করলে ওই ঘটনার জন্য গ্রুপ অ্যাডমিনকেই দায়ী করা হবে।