দিল্লি, ২৩ সেপ্টেম্বর– ভারতের মানুষ এতকাল ডিজেল ও বিদ্যুৎচালিত ট্রেনে চড়েছেন। এবার হাইড্রোজেন চালিত ট্রেনে চড়বেন এ বছরের শেষে। ‘হাইড্রোজেন ফর হেরিটেজ’ প্রকল্পের নামেই ডিজেল ও বিদ্যুৎবিহীন ট্রেন প্রকল্প চালু করতে চলেছে কেন্দ্র। চলতি বছরের ডিসেম্বরেই দেশে চলবে এই ট্রেন। সম্পূর্ণ হাইড্রোজেন চালিত এই দেশীয় প্রযুক্তির ট্রেন প্রথমে চলবে দেশের আটটি হেরিটেজ রুটে।এই ট্রেনের নাম ‘বন্দে মেট্রো’ হবে বলে জানিয়েছে রেল।
রাজ্যের মধ্যে প্রথম দার্জিলিংয়ে এই ট্রেন চলবে। পাশাপাশি অন্য যে সাতটি হেরিটেজ রুটে ট্রেন চলবে, সেগুলো হল মাধেরান হিল, কালকা-শিমলা, কাংড়াঘাট, মিলমোরা বাঘাই, বাহু পাতালপানি, নীলগিরি মাউন্টেন, মারওয়াড় দেবগড়। পাশাপাশি বন্দে মেট্রো অন্য রুটেও চালানো হবে। দেশে গ্রিন এনার্জি বাড়াতে এই ট্রেন চালানো হবে বেশি সংখ্যায়। বিদ্যুৎ ও ডিজেলবিহীন এই ট্রেনের জন্য প্রচুর অর্থ সাশ্রয় হবে বলে রেল জানিয়েছে।
Advertisement
দেশে এখন ১৩,৫৫৫টি ডিজেল ট্রেন চলে। খরচ ১৩৭ কোটি টাকা। এই ট্রেন নির্মাণ হচ্ছে দেশীয় প্রযুক্তিতে। দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি খরচও কমবে। রেল সূত্রে জানানো হয়েছে, ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় চলতে সক্ষম ট্রেনের রেঞ্জ হবে এক হাজার কিলোমিটার। মাত্র কুড়ি মিনিটে জ্বালানি ভরা যাবে। এক কিলো হাইড্রোজেন সাড়ে চার লিটার ডিজেলের সমান। নর্দার্ন রেলের ওয়ার্কশপে হাইড্রোজেন ট্রেনের রক্ষণাবেক্ষণ হবে। সোনিপথ ও জিনখণ্ডের মধ্যে ট্রেনটি চলাচলের পরীক্ষা হবে।
Advertisement
Advertisement



