অতি গভীর নিম্নচাপে ঝড়বৃষ্টি বাংলা উপকূলে, ১২ ঘণ্টারও বেশি বিদ্যুৎহীন কাঁথি

Written by SNS August 20, 2022 12:19 pm

কলকাতা, ২০ আগস্ট — অতি গভীর নিম্নচাপের জেরে শুক্রবারের মতই শনিবারও বৃষ্টির আশঙ্কা বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে । কাঁথিতে ইতিমধ্যেই প্রবল দুর্যোগ চলছে। ঝড়-বৃষ্টির এমনই কোপ যে ১২ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ না থাকায় অন্ধকরে কাঁথি । অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনারউপকূলবর্তী এলাকায় সমস্ত ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, গভীর নিম্নচাপ তৈরি হয়েছে ঝাড়খন্ড ও ছত্তিসগড় সংলগ্ন এলাকায়। পূর্ব মধ্যপ্রদেশ হয়ে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে । মৌসুমী অক্ষরেখা সুলতানপুর হয়ে বিহারের গয়ার উপর দিয়ে রাজ্যের পশ্চিমের জেলা বাঁকুড়ার ওপর দিয়ে বঙ্গোপসাগ অবধি চলে গেছে। ওড়িশা হয়ে বাংলা উপকূলের দিকে এগিয়ে আসবে নিম্নচাপ। এরপরে ক্রমে দুর্বল হবে।

অতি গভীর নিম্নচাপ গতকাল রাতেই দিঘার কাছে স্থলভাগে প্রবেশ করে দুর্বল হয়ে ওড়িশা থেকে ঝাড়খণ্ডের দিকে সরছে। এর পাশাপাশি, পর্যটকদের সমুদ্র স্নানে আজও জারি রয়েছে নিষেধাজ্ঞা।