গুজরাট টাইটান্সে অধিনায়ক হিসেবেই থাকছেন হার্দিক পান্ডিয়া!

Written by SNS November 27, 2023 10:40 am

ভারত:- কয়েক দিন ধরেই জল্পনা চলছিল হার্দিক পাণ্ডিয়াকে গুজরাত টাইটান্স থেকে কিনে নিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। জানা গিয়েছে, আপাতত পুরনো দলে ফেরা হচ্ছে না হার্দিকের। যদিও পরে তাঁর কাছে দলবদলের সুযোগ থাকছে। তবে অন্তত এদিন হার্দিককেই অধিনায়ক হিসেবে রেখে দেওয়ার কথা ঘোষণা করল গুজরাট টাইটানস। অধিনায়ক রোহিত শর্মাকে ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ানস। বিভিন্ন সূত্রে খবর, আইপিএলের সর্বশেষ সংস্করণের পর থেকেই হার্দিকের সঙ্গে কথা চালাচ্ছিল মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পাণ্ডিয়ার ক্রিকেটার হিসেবে উত্তরণে বড় অবদান মুম্বই ইন্ডিয়ান্সের। তাঁকে ছাড়ার মতো কঠিন সিদ্ধান্ত ২০২২-এর আইপিএলের আগে নিতে হলেও ফের পাণ্ডিয়াকে ফেরাতে ঝাঁপায় মুম্বই। সূত্রের খবর, তবে পেসার জোফ্রা আর্চার-সহ ১১ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ানস। ৮ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে গুজরাট টাইটানস। তবে বাংলার উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহাকে ধরে রেখেছে হার্দিকের দল। সূত্রের খবর, ২০২৩ সালের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের শেষ ওভারটি যশ দয়ালের কাছে দুঃস্বপ্নের মতো ছিল। এই ওভারে ৫টি ওভার-বাউন্ডারি মারেন রিঙ্কু সিং। ফলে স্মরণীয় জয় ছিনিয়ে নেয় কেকেআর। এই ওভারের পর যশের কেরিয়ার নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। তাঁকে এবার ছেড়ে দিল গুজরাট টাইটানস। এছাড়া প্রদীপ সাঙ্গওয়ান, ওডেন স্মিথ, আলজারি জোশেফ, দাসুন শনাকা, কে এস ভরত, শিবম মাভি ও উর্বিল প্যাটেলকে ছেড়ে দিয়েছে গুজরাট টাইটানস।