• facebook
  • twitter
Tuesday, 16 December, 2025

বিহারের কুটিরে ঝলসে মৃত্যু ঘুমন্ত চার শিশুকন্যার

পাটনা, ২ মে–  রাতে আর পাঁচ জনের মতোই কুটিরের বিছানায় শুয়ে ঘুমোচ্ছিল চার শিশু। হঠাৎ সেই কুটিরে আগুন লেগে যায়। ভিতরে ঝলসে মৃত্যু হয় আটকে পড়া ওই চার জনের। ঘটনাটি বিহারের মুজাফফরপুরের রামদয়ালু এলাকার। সোমবার রাত ১০টা নাগাদ সেখানে হঠাৎই আগুন লেগে যায়। Advertisement পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সোনি কুমারী (১২), শিবানী কুমারী (৮), অমৃতা কুমারী

পাটনা, ২ মে–  রাতে আর পাঁচ জনের মতোই কুটিরের বিছানায় শুয়ে ঘুমোচ্ছিল চার শিশু। হঠাৎ সেই কুটিরে আগুন লেগে যায়। ভিতরে ঝলসে মৃত্যু হয় আটকে পড়া ওই চার জনের।

ঘটনাটি বিহারের মুজাফফরপুরের রামদয়ালু এলাকার। সোমবার রাত ১০টা নাগাদ সেখানে হঠাৎই আগুন লেগে যায়। 

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সোনি কুমারী (১২), শিবানী কুমারী (৮), অমৃতা কুমারী (৫) এবং রিতা কুমারী (৩)। তারা প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা নরেশ রামের কন্যা। আগুনে চার কন্যাকেই হারিয়েছেন নরেশ।

Advertisement

Advertisement