কলকাতা, ১৭ মার্চ — সভা সমাবেশের জন্য পুলিশি অনুমোদনের গাইডলাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ, এ বার সভা, মিছিলের জন্য থানায় আবেদন করার প্রয়োজন নেই। এ বিষয়ে সরাসরি পুলিশ সুপারের কাছে আবেদন করা যাবে। কোন দল কখন কর্মসূচির জন্য আবেদন জানাল তা আলাদা ভাবে রেজিস্ট্রার করে রাখতে হবে পুলিশ সুপারকে। আবেদনের পরিস্থিতি (স্ট্যাটাস) অনলাইনে দেখার ব্যবস্থা করতে হবে। যে আগে আবেদন করবে তার বিষয়টি আগে বিবেচনা করা হবে। এখানে কোনও বৈষম্য যেন না থাকে। মিছিলের রুট, সভার স্থান, কত মানুষের জমায়েত হবে খোঁজখবর নিয়ে তা নথিবদ্ধ করতে হবে পুলিশকে। শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন নিশ্চিত করতে হবে। মানতে হবে শব্দবিধি।
ভাঙড়ে আইএসএফ এবং সিপিএমের সভা এবং মিছিলে পুলিশ অনুমতি দেয়নি এই অভিযোগ তুলে হাই কোর্টে মামলা দায়ের হয়। আদালতের পর্যবেক্ষণ, সম্প্রতি সভা, মিছিল করতে চেয়ে একাধিক মামলা দায়ের হয়েছে। প্রায়ই সব ক্ষেত্রেই পুলিশ অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ। তাই এ বিষয়ে নির্দিষ্ট নীতি বা বিধি তৈরির প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছে আদালত।
Advertisement
Advertisement
Advertisement



