হাওড়া ,২রা সেপ্টেম্বর — দিনে দুপুরে বুকে ছুরি মেরে খুন করা হয়েছে এক হোটেল ব্যবসায়ীকে। ঘটনা হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি সবজি বাজারের। ইতিমধ্যেই গোলাবাড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে হাওড়ার সবজি বাজারে খুন হন ঝড়ো চৌধুরী । বরণ সাহানি নামে এক ব্যাক্তির সঙ্গে তাঁর বচসা বেঁধেছিল। বচসার পর হাতাহাতি শুরু হয়। আচমকাই বরণ পকেট থেক ছুরি বের করে ঝড়োর বুকে বসিয়ে দেয়। হোটেলের সামনে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী তবে মূল অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
Advertisement
Advertisement



