হায়দরাবাদ, ২৬ অক্টোবর– পাড়ার ছেলেদের সঙ্গে কথা বলার শাস্তি হিসেবে ১৫ বছরের মেয়েকে কুড়ুলের কোপ দিয়ে খুন করলেন বাবা। তেলঙ্গানার ওয়ানাপার্থে এলাকার এই ঘটনায় বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।
তেলঙ্গানা পুলিশ সূত্রে খবর, ওয়ানাপার্থের পথপল্লির বাসিন্দা রাজশেখর। মেয়ে গীতা প্রেম করছে, এই সন্দেহে তাকে মারধর করেন তিনি। স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, পাড়ার সমবয়সি ছেলেদের সঙ্গে মেয়ের আড্ডা দেওয়াকে ভাল চোখে দেখতেন না রাজশেখর। মেয়েকে পাড়ার ছেলেদের সঙ্গে কথা বলতে বারণ করেছিলেন। তার পরেও ওই কিশোরী তাদের সঙ্গে গল্প করছিল। আর রাস্তায় এই দৃশ্য দেখেই রাগে অগ্নিশর্মা হয়ে যান বাবা।
অভিযোগ, মেয়েকে টেনেহিঁচড়ে ঘরে নিয়ে যান রাজশেখর। মেয়ে কান্নাকাটি করছিল। সে সময় তাকে কুড়ুল দিয়ে কোপ মারেন তিনি। ঘটনাস্থলেই প্রচুর রক্তক্ষরণ হয়ে যায় ওই নাবালিকার দেহ থেকে।
Advertisement
Advertisement



