• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সব জল্পনার অবসান ,শেষমেশ অনুব্রতর দিল্লির যাত্রা শুরু দোলের দিন 

৮ মার্চ — দিল্লি নিয়ে যাওয়ার জন্য মঙ্গলবার সকাল ৬টা ৪৫ নাগাদ আসানসোল সংশোধনাগার থেকে কলকাতা নিয়ে যাবার উদ্দেশে বার করা হয় অনুব্রতকে। রাজ্য পুলিশের তত্ত্বাবধানে তাঁকে তোলা হয় গাড়িতে। পুরোটাই যেনো নাটকীয় ভাবে শুরু। অনুব্রত বেরিয়ে যেতেই সেখানে ঢাক, ঢোল নিয়ে হাজির বিজেপি কর্মী-সমর্থকেরা। সংশোধনাগারের সামনে গোবরজল দিয়ে ‘শুদ্ধিকরণ’ করেন তাঁরা। এর পর সকাল

৮ মার্চ — দিল্লি নিয়ে যাওয়ার জন্য মঙ্গলবার সকাল ৬টা ৪৫ নাগাদ আসানসোল সংশোধনাগার থেকে কলকাতা নিয়ে যাবার উদ্দেশে বার করা হয় অনুব্রতকে। রাজ্য পুলিশের তত্ত্বাবধানে তাঁকে তোলা হয় গাড়িতে। পুরোটাই যেনো নাটকীয় ভাবে শুরু। অনুব্রত বেরিয়ে যেতেই সেখানে ঢাক, ঢোল নিয়ে হাজির বিজেপি কর্মী-সমর্থকেরা। সংশোধনাগারের সামনে গোবরজল দিয়ে ‘শুদ্ধিকরণ’ করেন তাঁরা। এর পর সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ পূর্ব বর্ধমানের শক্তিগড়ের ‘ল্যাংচা কুঠি’তে এসে দাঁড়ায় কেষ্টর গাড়ি। সেখানেই সকালের জল খাবার সারেন অনুব্রত। তাঁকে ঘিরে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সঙ্গে ছিল পূর্ব বর্ধমান জেলা পুলিশের নিরাপত্তা। অনুব্রত তখন ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। সন্ধে ৭ টা ২১ এ কলকাতা থেকে বিমান রওনা হয় দিল্লির দিকে। রাত তখন ৮ টা ৫১ অনুব্রতকে নামানো হয় দিল্লির বিমান বন্দরে ।

Advertisement

Advertisement