চালু করা হবে ই-রিকশা পরিষেবা, ঘোষণা যোগী সরকারের।

Written by SNS September 29, 2023 10:47 am

উত্তরপ্রদেশ:- বড় ঘোষণা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানা গিয়েছে, তিনি জানিয়েছেন, শীঘ্রই রাজ্যে বিদ্যুৎ চালিত পরিবহণ পরিষেবা চালু করা হবে পর্যটকদের জন্য। রাজ্যের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলিতে ই-রিকশা, ইলেকট্রিক বাস চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পর্যটন কেন্দ্রগুলিকে দূষণ মুক্ত গড়ে তুলতে বিদ্যুৎ চালিত পরিবহণ পরিষেবা এবং সোলার লাইট লাগানোর পরিকল্পনা করা হচ্ছে। রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির উন্নয়নে বিশেষ নজর দিয়েছে যোগী সরকার। সূত্রের খবর, এর আগেও যোগী আদিত্যনাথ জানিয়েছিলেন গোয়ার থেকে বেশি পর্যটক এখন উত্তর প্রদেশে আসে। অযোধ্যা রামমন্দির তৈরি হয়ে গেলে সেই সংখ্যাটা আরও বাড়বে। এমনকী বিেদশী পর্যটকের সংখ্যাও উত্তর প্রদেশে বাড়বে বলে দাবি করেছেন তিনি। সেকারণে অযোধ্যাকে আন্তজার্তিক মানের করে সাজিয়ে তোলা হচ্ছে। বিমানবন্দরের মতো আধুনিক করে গড়ে তোলা হচ্ছে বাসস্ট্যান্ডগুলি। বিদেশী পর্যটকরা যাতে রাজ্যে বেশি করে আসতে পারে তার জন্য বিমানবন্দরের সংখ্যা বাড়ানো হয়েছে। হোটেল, রেস্তরাঁ গুলিকেও সাজিয়ে তোলা হয়েছে। বিভিন্ন পর্যটন কেন্দ্রে গড়ে তোলা হয়েচ্ছে অত্যাধুনিক সব পরিষেবা দিয়ে। পর্যটনে রাজ্যের কর্মসংস্থার বৃদ্ধির সুযোগ তৈরি করার চেষ্টা করছেন যোগী সরকার।