দিল্লি, ৬ ডিসেম্বর – আংশিক সময়ের কাজে বিপুল আয় করার প্রলোভন দেখিয়ে আর্থিক প্রতারণায় অভিযুক্ত একশোরও বেশি ওয়েবসাইট ‘ব্লক’ করে দিল কেন্দ্র। বুধবার এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট মন্ত্রক। একইসঙ্গে এই ধরণের বিজ্ঞাপনী প্রচারে পা বাড়িয়ে যাতে সর্বস্ব হারাতে না হয়, সেজন্য আমজনতাকে সাবধান করেছে অমিত শাহের মন্ত্রক।
এই ধরণের বিজ্ঞাপনগুলিতে সাড়া দেওয়ার আগে ভাল করে যাচাই করে নিতে বলার পরামর্শ দিয়েছে কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রে জানানো হয়েছে , গুগল, মেটা ইত্যাদিতে ওই সমস্ত বিজ্ঞাপন দেখে কেউ যোগাযোগ করলে প্রথমে প্রতারকদের কোনও এক জন পুরো ব্যাপারটা দেখেন। প্রথমে তিনি ফোন বা মেসেজের মাধ্যমে কথাবার্তা বলে আস্থা অর্জন করেন। তারপর বলে দেন, ঘরে বসে কী ভাবে সহজ সব কাজ করে মোটা অঙ্কের টাকা উপার্জন করতে পারবেন। কাউকে বলা হয়, নির্দিষ্ট কোনও ভিডিয়ো বা ছবিতে ‘লাইক’ দিতে হবে। কোনও অ্যাপের রেটিং লিখতে হবে। সে সম্পর্কে না জেনে প্রশংসাসূচক কয়েক লাইন লিখতে হয়। এতে ওই অ্যাপের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। আর ‘ঘরে বসে’ যিনি আয় করছেন, তিনি প্রথম দিকে মোটামুটি রোজগারও করেন। কিন্তু এরপরেই শুরু হয় সমস্যা। এবার কোনও এক অছিলায় মোটা অঙ্কের টাকা নেওয়া হয়। কিংবা ব্যাঙ্কের তথ্য নিয়ে হঠাৎই ফাঁকা করে দেওয়া হয় অ্যাকাউন্ট। কেন্দ্রের পর্যবেক্ষণ, এমন সব কাজে প্রতারকরা বিশেষত গৃহবধূ, বেকার যুবক এবং বয়স্ক ব্যক্তিদের নিশানা করে। তাই এই ধরণের কোন কাজ করার আগে ভাল করে খোঁজ নেওয়ার পরামর্শ দিয়েছে সরকার। বলা হচ্ছে, অনলাইনে অচেনা কাউকে টাকা পাঠাতে হলেও ভাল করে তাঁর সম্পর্কে জেনে নিতে হবে।
Advertisement
Advertisement
Advertisement



