অল্পের জন্য বেচেছেন দীপিকা

Written by Sunita Das November 2, 2023 4:55 pm

মুম্বই: অনলাইন প্রতারণার ফাঁদে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর ইব্রাহিম৷ যদিও বড় কোনও আর্থিক ক্ষতি হওয়ার আগেই নিজের বুদ্ধির জেরে বেচে গিয়েছেন দীপিকা৷
সম্প্রতি সমাজমাধ্যমে ভ্লগের মাধ্যমে নিজের এই অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে দীপিকা জানান, দিন কয়েক আগেই নাকি তাঁর বাডি়তে একাধিক জিনিসপত্র এসেছিল যা নাকি তিনি কেনেননি৷ তিনি জানান, জিনিসপত্র পৌঁছে দেওয়ার জন্য যে ব্যক্তি এসেছিলেন, তিনি দাবি করেন অভিনেত্রী নাকি অনলাইনে এমন বেশ কিছু জিনিস অর্ডার করেছেন, যার জন্য তাঁকে নগদে দাম দিতে হবে৷ সাধারণত ছেলে রুহান ও নিজের জন্য অনলাইনে জিনিসপত্র কেনেন দীপিকা৷ তাই বেশি না ভেবে নগদ টাকায় দাম মিটিয়ে দেন অভিনেত্রী৷ তার পরেই শুরু হয় গণ্ডগোল৷ ওই ঘটনার দিন কয়েক পরেই ফের জিনিসপত্র নিয়ে আসেন আর এক ব্যক্তি৷ দীপিকা জানান, ওই বাক্সেও তাঁর নাম, ঠিকানা ও ফোন নম্বর লেখা ছিল৷ যা দেখে অবাক হয়ে যান তিনি৷ অথচ তাঁর ঠিক মনে আছে, তিনি সম্প্রতি অনলাইনে কোনও জিনিস কেনেননি৷ দীপিকা জিনিসপত্রের বাক্স নিতে অস্বীকার করলে ওই ব্যক্তি অভিনেত্রীর ফোনে পাঠান ওটিপি নম্বর তাঁকে দিতে বলেন৷ ওটিটি নিয়ে জোরাজুরি শুরু করলে সন্দেহ হয় দীপিকার৷ সেই সন্দেহ থেকেই শেষ পর্যন্ত ওটিপি দেননি তিনি৷ ফলে বিপুল অঙ্কের টাকা খোয়াতে হয়নি অভিনেত্রীকে৷
এই ঘটনার কথা উল্লেখ করে নিজের ভ্লগে দীপিকা পরামর্শ দেন, নিজে অনলাইনে কোনও জিনিস অর্ডার না করে থাকলে কেউ যেন বোকামি করে ওটিপি না দিয়ে দেন৷ ওটিপি পেয়ে গেলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সব টাকা সরিয়ে নিতে পারবেন প্রতারকেরা৷