ধর্ষণের অভিযোগে বিজেপি নেতা শাহনওয়াজের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল্লি হাইকোর্টের 

Written by SNS August 19, 2022 3:04 pm

delhi high court

দিল্লি ১৯ আগস্ট– ধর্ষণের অভিযোগ নিয়ে বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শাহনওয়াজ হুসেনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট । তিন মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলেছে আদালত।

কালক্ষেপ না করে শাহনওয়াজ গতকালই সুপ্রিম কোর্টে যান দিল্লি হাইকোর্টের রায় খারিজের আর্জি নিয়ে। তাঁর সামাজিক ও রাজনৈতিক পরিচিতির কথা জানিয়ে মামলাটির দ্রুত বিচারের আর্জি জানানো হয়েছিল প্রাক্তন মন্ত্রীর তরফে। কিন্তু সর্বোচ্চ আদালত সেই আর্জি খারিজ করে দিয়েছে।

ধর্ষণের অভিযোগটি চার বছর আগের। ২০১৮ সালে ওই বিজেপি নেতার বিরুদ্ধে এক মহিলা ধর্ষণের অভিযোগ করেছিলেন। মহিলার অভিযোগ, পুলিশ কিছুতেই অভিযোগ নিচ্ছে না। দিল্লি পুলিশের কাছে লিখিত অভিযোগে মহিলা বলেন, ২০১৮-র ১২ এপ্রিল শাহনওয়াজ হুসেন তাঁকে ছত্তারপুরের একটি খামার বাড়িতে ডেকেছিলেন। সেখানে তাঁকে প্রতারণা করে নেশাজাতীয় কিছু খাইয়ে ধর্ষণ করা হয়