১ এপ্রিল — যেখানে এ রাজ্যে বকেয়া ডিএ-র দাবিতে দীর্ঘ ৬৫ দিন ধর্না অবস্থান চালিয়ে যাচ্ছে সরকারি কর্মীদের একাংশ। সেখানে ৪ শতাংশ ডিএ বাড়ায় খুশির হাওয়া প্রতিবেশী রাজ্য অসমে। এই পরিস্থিতিতে, সংগ্রামী যৌথ মঞ্চের প্রশ্ন, পাশের রাজ্য অসম পারলে, বাংলা পারবে না কেন? এ রাজ্যের সরকারের ডিএ নিয়ে কোনো মাথা ব্যাথা নেই , তারা সরকারি কর্মীদের ডিএ না দিয়ে সেই অর্থ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ,খেলা ,ও নানান ধরণের মেলায় ব্যায় করছে।কিন্তু যাদের ওপর ভর করে সরকার চলছে ,যারা কাজ করে বিভিন্ন সরকারি কাজ কর্ম এগিয়ে নিয়ে যাচ্ছেন ,সেই কর্মচারীদের ডিএ দিতে এ রাজ্য পিছপা হচ্ছে। আন্দোলনকারীদের যুক্তি, DA দেওয়া নির্ভর করে মানসিকতার উপর। এটাই মুখ্যমন্ত্রীর মানসিকতা। আগামী ৬ এপ্রিল, ফের কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ ও কো-অর্ডিনেশন কমিটি। আন্দোলনকারীদের দাবি, অসম সরকারের ঘোষণা বাংলার সরকারি কর্মীদের আরও বেশি আন্দোলনমুখী করে তুলবে।
Advertisement