ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, বাড়ছে মৃত্যু সংখ্যাও 

Written by SNS March 27, 2023 3:01 pm

প্রতীকী ছবি (Photo by SAM PANTHAKY / AFP)

দিল্লি,  ২৭ মার্চ – ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে । এক দিনে প্রায় ২ হাজার মানুষ নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৮৯০ জন করোনা আক্রান্ত হয়েছেন। ২০২২ এর  অক্টোবরে এক দিনে এত সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছিলেন। ২০২৩ এর মার্চ,  এই নিয়ে পর পর  ২ দিন সংক্রমণের সংখ্যা ২ হাজারের ঘরে।

দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে সব মহলে। কেন্দ্রীয় সরকারের তরফে দেশ জুড়ে কোভিড রুখতে তৎপরতা শুরু হয়েছে। উদ্বিগ্ন চিকিৎসকেরাও। আগামী মাসের ১০ ও  ১১ তারিখ দেশের বিভিন্ন হাসপাতাল করোনা মোকাবিলায় কতটা প্রস্তুত তা খতিয়ে দেখা হবে। সব রাজ্যের কাছেও নির্দেশিকা পাঠিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

গত ২৪ ঘন্টায় করোনায় ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত সপ্তাহে মৃত্যুসংখ্যা ছিল ১৯, পরিসংখ্যান মাফিক এই সপ্তাহের মৃত্যু সংখ্যা ২৯।  ক্রমবর্ধমান এই মৃত্যুসংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে সব মহলে।