নোটিস যাতে পাই, পঞ্চায়েত-রায় নিয়ে ‘ক্যাভিয়েট’ কংগ্রেস সাংসদ ডালুর

Written by SNS June 16, 2023 4:38 pm

দিল্লি, ১৬ জুন– পঞ্চায়েত মামলায় নোটিস না-পাঠিয়ে একতরফা শুনানির মাধ্যমে রাজ্য সরকার বা রাজ্য নির্বাচন কমিশন যাতে হাই কোর্টের রায়ের উপর স্থগিতাদেশ পাওয়ার চেষ্টা করতে না পারে, সেই উদ্দেশ্যেই ক্যাভিয়েট দাখিল করলেন দক্ষিণ মালদহের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী (ডালু)। তাঁর আইনজীবী ঋজু ঘোষাল শুক্রবার বলেন, ‘যে হেতু পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা হাই কোর্টের রায় আমাদের পক্ষে গিয়েছে, তাই আশঙ্কা করা হচ্ছে রাজ্য সরকার বা রাজ্য নির্বাচন কমিশন ওই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে।’

ঋজু জানান, ‘‘সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছি, যাতে এই মামলার শুনানির সময় আমাদের নোটিস পাঠানো হয়।’’

প্রসঙ্গত, ডালুর মামলার প্রেক্ষিতেই মঙ্গলবার কলকাতা হাই কোর্ট পঞ্চায়েত ভোটে ‘স্পর্শকাতর এলাকায়’ কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের নির্দেশ দিয়েছিল। ‘স্পর্শকাতর এলাকা’ চিহ্নিত হয়নি বলে হাই কোর্টকে জানিয়ে রাজ্য নির্বাচন কমিশন রায় সংশোধনের আবেদন জানানোর পরে বৃহস্পতিবার স্পষ্ট ভাষায় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, রাজ্যের সব এলাকাতেই কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে হবে।

৪৮ ঘণ্টার মধ্যে নির্দেশ কার্যকরেরও নির্দেশ দেয় হাই কোর্ট। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহ জানিয়েছেন, বিরোধিতা নয়, কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনেই চলবেন তিনি। রাজীব বলেন, ‘হাই কোর্ট যা নির্দেশ দিয়েছে তা কার্যকর করব।’’ যদিও বিরোধী নেতৃত্বের একাংশের আশঙ্কা, হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার।