লখনউ, ১৪ ডিসেম্বর– ক্লাসরুমের মধ্যে মারামারি হচ্ছিল ছোট্ট পড়ুয়াদের মধ্যে। কিন্তু সেই মারামারির পরিনাম যে এতো ভয়ঙ্কর হতে পারে তা ভাবতেই পারে নি কেউ। জানা গেছে, সহপাঠীদের সঙ্গে মারামারির সময় একজন পড়ুয়া দ্বিতীয় শ্রেণীর আরেক পড়ুয়ার বুকের উপর লাফ মারে। এর ফলে মারাত্মক জখম হয় সেই পড়ুয়া। সেই আঘাতের ফলেই তার মৃত্যু হয়। মঙ্গলবার উত্তরপ্রদেশের ফিরোজাবাদের কিষানপুর গ্রামের একটি স্কুলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
সূত্রের খবর, শিবম (৭) নামে দ্বিতীয় শ্রেণির সেই পড়ুয়ার সঙ্গে তার সহপাঠীদের কোনও একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়েছিল। সেখান থেকেই মারামারি বেঁধে যায়। ধাক্কা খেয়ে আচমকা মাটিতে পড়ে যায় শিবম। এরপর হঠাৎই তার এক সহপাঠী শিবমের বুকের উপর লাফ মারে। গুরুতর আঘাত পায় শিবম।
Advertisement
খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় স্কুল কর্তৃপক্ষ। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন হাসপাতালেই মৃত্যু হয় শিবমের। সূত্রের খবর, সেখান থেকে শিবমের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেটার রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় পদক্ষেপ করবে পুলিশ।
Advertisement
Advertisement



