কলকাতা:- খুব শীঘ্রই ৩ শতাংশ ডিএ বাড়িয়ে দিতে পারে কেন্দ্র সরকার। ২০২৩ সালের ২৪ মার্চের পর আবার ৩ শতাংশ ডিএ বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। বর্তমানে সরকারি কর্মীরা ডিএ পান ৪২ শতাংশ হারে। জানা গিয়েছে, উপরিযুক্ত ৩ শতাংশের সূত্র অনুসারে ভাতা বাড়লে এখনকার ৪২ শতাংশ থেকে বেড়ে কর্মীরা ডিএ পাবেন ৪৫ শতাংশ হারে। শিল্প শ্রমিকদের জন্য সর্বশেষ ভোক্তা মূল্য সূচক এর ভিত্তিতে প্রত্যেক মাসে কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ প্রকাশ করে থাকে শ্রম ব্যুরো। এই শ্রম ব্যুরো হল ভারতের শ্রম মন্ত্রণালয়ের একটি শাখা। সূত্রের খবর, অল ইন্ডিয়া রেলওয়েম্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্র বলেছেন, ২০২৩ সালের জুনের জন্য সিপিআই- আইডব্লিউ ৩১ জুলাই, ২০২৩-এ প্রকাশ হয়েছিল। ডিএ-এর চার শতাংশ পয়েন্ট বৃদ্ধির দাবি করছি। কিন্তু মহার্ঘ ভাতা বৃদ্ধি খুবই সামান্য হতে পারে। সরকার দশমিকের বেশি ডিএ বাড়ানোর কথা ভাবে না। এইভাবে ডিএ তিন পয়েন্ট বাড়িয়ে ৪৫ শতাংশে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন যে, কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগ তার রাজস্ব প্রভাব সহ ডিএ বাড়ানোর একটি প্রস্তাব তৈরি করবে এবং সেটিকে অনুমোদন দেওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার সামনে প্রস্তাবটি পেশ করবে। নতুন ডিএ বৃদ্ধি হলে তা ১ জুলাই, ২০২৩ থেকে কার্যকর হবে। কেন্দ্র সরকারের DA-তে শেষ সংশোধনটি করা হয়েছিল ২০২৩ সালের ২৪ মার্চ তারিখে। ১ জানুয়ারী, ২০২৩ তারিখ থেকে কর্মীদের মাইনেতে এই সংশোধন কার্যকর করা হয়েছিল। সেবার ডিএ ৪ শতাংশ বাড়িয়ে ৪২ শতাংশ করেছিল কেন্দ্র।
Advertisement
Advertisement



