• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভোলে বোমের পর এবার বোলপুরের শিবশম্ভূ, রাইস মিলে হানা সিবিআইয়ের

বোলপুর— বোলপুরের আরও একটি রাইস মিলে হানা সিবিআইয়ের । সোমবার সাত সকালে বীরভূমের বোলপুরের শিবশম্ভূ রাইস মিলে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৪ জন আধিকারিক। এর আগেই গত ১৯ অগস্ট জন্মাষ্টমীর দিন সকালেই অনুব্রত মণ্ডলের ভোলে বোম রাইস মিলে হানা দিয়েছিল সিবিআই টিম । গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের পর এই চালকলটি সিবিআইয়ের আতস

বোলপুর— বোলপুরের আরও একটি রাইস মিলে হানা সিবিআইয়ের । সোমবার সাত সকালে বীরভূমের বোলপুরের শিবশম্ভূ রাইস মিলে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৪ জন আধিকারিক।

এর আগেই গত ১৯ অগস্ট জন্মাষ্টমীর দিন সকালেই অনুব্রত মণ্ডলের ভোলে বোম রাইস মিলে হানা দিয়েছিল সিবিআই টিম । গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের পর এই চালকলটি সিবিআইয়ের আতস কাচের নীচে আসে। এদিন সেখানে পৌঁছন কেন্দ্রীয় তদন্ত এজেন্সির গোয়েন্দারা। তবে শুরুতে সিবিআইকে বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ।

Advertisement

Advertisement

Advertisement