• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জেলের ভেতর জঙ্গি মুসার তাড়া খেয়ে রক্তক্ষরণ পার্থর, ভর্তি হাসপাতালে  

কলকাতা,২২ ফেব্রুয়ারি — শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন পার্থ।বহুবার জামিনের আর্জি করেও কোনো সুরাহা হয়নি তাঁর। এমনিতেই পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা খুব একটা ভালো না। তার ওপর  জেলের ভিতর পড়ে গিয়ে চোট পেলেন পার্থ চট্টোপাধ্যায় ! জানা গেছে, ঠোঁট কেটে গেছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। আজ, বুধবার এসএসকেম হাসপাতালের ডাক্তারদের একটি টিম দেখেও আসেন তাঁকে।

কলকাতা,২২ ফেব্রুয়ারি — শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন পার্থ।বহুবার জামিনের আর্জি করেও কোনো সুরাহা হয়নি তাঁর। এমনিতেই পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা খুব একটা ভালো না। তার ওপর  জেলের ভিতর পড়ে গিয়ে চোট পেলেন পার্থ চট্টোপাধ্যায় ! জানা গেছে, ঠোঁট কেটে গেছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। আজ, বুধবার এসএসকেম হাসপাতালের ডাক্তারদের একটি টিম দেখেও আসেন তাঁকে।

সূত্রের খবর,জেলের বন্দিদের লক আপে ঢোকানোর সময় নাকি ঘটে এই দুর্ঘটনা। ওই একই জেলে রয়েছেন বিচারাধীন বন্দি, কুখ্যাত জঙ্গী মুসা।লক আপে ঢোকাবার সময় সেন্ট্রি বারবার পার্থকে অনুরোধ করেন, ভিতরে ঢুকতে। কিন্তু পার্থ নাকি ঢুকতে দেরি করছিলেন। তখনই আচমকা জঙ্গি মুসা পার্থর দিকে তেড়ে গিয়ে মগ ছুড়ে দেন! এর ফলে টাল সামলাতে না পেরে পার্থ পড়ে যান। ঠোঁটে চোট পান। সূত্রের খবর, এর থেকে বড় বিপদ ঘটতে পারতো ওনার সাথে। যদিও  কাঁধে , ঠোঁটেও আঘাত পেয়েছেন।

Advertisement

Advertisement

Advertisement