• facebook
  • twitter
Friday, 5 December, 2025

টয়লেট সিট চুরির অভিযোগে দলিত যুবককে মার, মাথা মুড়িয়ে মুখে কালি, অভিযুক্ত BJP নেতা-সহ ৩

লখনউ, ২৩ অক্টোবর– জোট কান্ড যেন যোগীরাজ্যেই। এবার  দলিত নির্যাতন । প্রমাণ ছাড়াই চুরির অভিযোগে এক দলিত যুবকের উপর চরম অত্যাচার চালায় এক বিজেপি নেতা ও তাঁর সঙ্গীরা। যুবককে লাইট পোস্টে বেঁধে মারধর করা হয়। তাঁর মাথা মুড়িয়ে মুখে কালি লেপে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার ভিডিও ভাইরাল হতে নড়েচড়ে বসে প্রশাসন। তদন্তে নেমে বিজেপি

প্রতীকী চিত্র

লখনউ, ২৩ অক্টোবর– জোট কান্ড যেন যোগীরাজ্যেই। এবার  দলিত নির্যাতন । প্রমাণ ছাড়াই চুরির অভিযোগে এক দলিত যুবকের উপর চরম অত্যাচার চালায় এক বিজেপি নেতা ও তাঁর সঙ্গীরা। যুবককে লাইট পোস্টে বেঁধে মারধর করা হয়। তাঁর মাথা মুড়িয়ে মুখে কালি লেপে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার ভিডিও ভাইরাল হতে নড়েচড়ে বসে প্রশাসন। তদন্তে নেমে বিজেপি নেতার দুই সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিন জনের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। পলাতক বিজেপি নেতার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার। হরদি এলাকার বিজেপি নেতা রাধেশ্যাম মিশ্র ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে দলিত সম্প্রদায়ের রাজেশ কুমারের উপর নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। রাধেশ্যাম দাবি করেন, হরদির একটি বাড়ি থেকে বছর তিরিশের অজয় শৌচালয় থেকে ‘টয়লেট সিট’ চুরি করেছে। এই অভিযোগে লাইট পোস্টে বেঁধে মারধর করা হয় অজয়কে। এরপর যুবকের মাথা কামিয়ে মুখে কালি লেপে দেওয়া হয়।

Advertisement

Advertisement

Advertisement