জালনোট পাচারের অভিযোগে নদিয়ার ভীমপুর থানার পুলিশ রবিবার এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম দেবব্রত বিশ্বাস। আদালত তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এই গ্রেপ্তারের ঘটনায় এলাকায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভীমপুর থানার মাস্টারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযুক্ত দেবব্রত বিশ্বাসকে আটক করা হয়। তাঁর কাছ থেকে কয়েকটি জাল ৫০০ টাকার নোট উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের মতে, দেবব্রত বিজেপির শক্তি প্রমুখ পদে ছিলেন। তবে গ্রেপ্তারের পর বিজেপি দাবি করেছে, তিনি কোনও পদে নেই। বিষয়টি নিয়ে রাজনৈতিক স্তরে পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে।
Advertisement
পুলিশ জানিয়েছে, দীর্ঘ দিন ধরে ওই এলাকায় জালনোট লেনদেনের খবর পাওয়া যাচ্ছিল। অভিযান চালিয়ে দেবব্রতকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে উদ্ধার হওয়া নোটগুলি জাল হিসেবে শনাক্ত করা হয়।
Advertisement
পুলিশ আরও জানিয়েছে, দেবব্রতের কাছে এই নোটগুলি কীভাবে এল, তিনি জালনোট চক্রের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই নিয়ে ভীমপুর থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তকারীরা তাঁর আর্থিক লেনদেন, যোগাযোগ এবং সম্ভাব্য জালনোট চক্রের সঙ্গে তাঁর সংযোগ আছে কিনা, তা যাচাই করে দেখছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া নোটগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। সেই রিপোর্টের উপর নির্ভর করে তদন্তের পরবর্তী ধাপ নির্ধারিত হবে।
Advertisement



