সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার ঘটনায় ধৃত মেহবুব মল্লিককে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল কাঁথি আদালত। সোমবার এই নির্দেশ দিয়েছেন বিচারক। এবিষয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুনকুমার দে জানিয়েছেন, ভগবানপুরে গায়িকাকে হেনস্থার ঘটনায় কাঁথি আদালতে ধৃতের সাত দিনের পুলিশ হেফাজত চেয়েছিল পুলিশ। চার দিনের হেফাজত অনুমোদন করা হয়েছে। ধৃতকে হেফাজতে নিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন এসপি।
গত শনিবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা এলাকার সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে একটি অনুষ্ঠান চলাকালীন গান গাইতে উঠেছিলেন লগ্নজিতা। প্রথমে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই চলছিল। কিন্তু লগ্নজিতা ‘দেবী চৌধুরাণী’ ছবির ‘জাগো মা’ গানটি গাওয়ার কিছুক্ষণ পরেই দর্শকাসন থেকে মেহবুব উঠে এসে গায়িকাকে মারধর করতে উদ্যত হন। এই ঘটনার প্রেক্ষিতে রাতেই ভগবানগোলা থানায় অভিযোগ দায়ের করেন লগ্নজিতা। সেই অভিযোগের ভিত্তিতে রবিবারই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। সূত্রের খবর, মেহবুব পরচুলের ব্যবসাও করেন। কোটি কোটি টাকার সেই পরচুল যায় বিদেশে। একই সঙ্গে ওই স্কুলেরও মালিক। পুলিশ জানিয়েছে, কেন এই ঘটনা তিনি ঘটালেন, তা জেরা করে জানার চেষ্টা করা হবে। গায়িকার অভিযোগ, ‘জাগো মা’ গানটি গাওয়ার জন্যই তাঁকে হেনস্থা করা হয়েছে। মেহবুবের বক্তব্য ছিল, ধর্মনিরপেক্ষ গান গাইতে হবে। এসব গান চলবে না।
Advertisement
লগ্নজিতাকে দীর্ঘক্ষণ ভগবানপুর থানায় বসিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগও সামনে এসেছে। এমনকি অভিযুক্তকে আড়াল করার চেষ্টাও করা হয়েছে। এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার ওসি শাহেনশাহ হকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুনকুমার দে।
Advertisement
Advertisement



