• facebook
  • twitter
Friday, 13 September, 2024

১৬ দলিত শ্রমিকদের বন্দি করে নির্মম অত্যাচার, এক তরুণীর গর্ভপাত

বেঙ্গালুরু, ১২ অক্টোবর — ঋণ ফেরত না দিতে পারায় ১৬ জন দলিত শ্রমিককে দু’সপ্তাহ ধরে কফি বাগানে আটকে রেখে মারধর এবং নির্মম অত্যাচার করার অভিযোগ উঠল বিজেপির এক নেতাও তার ছেলের বিরুদ্ধে। সেই অত্যাচারে এক দলিত শ্রমিক তরুণীর গর্ভপাত হয়ে যায় বলেও অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কর্নাটকের চিক্কামাগালুরুর । অভিযুক্ত বিজেপি নেতার নাম জগদীশ গৌড়া,

বেঙ্গালুরু, ১২ অক্টোবর — ঋণ ফেরত না দিতে পারায় ১৬ জন দলিত শ্রমিককে দু’সপ্তাহ ধরে কফি বাগানে আটকে রেখে মারধর এবং নির্মম অত্যাচার করার অভিযোগ উঠল বিজেপির এক নেতাও তার ছেলের বিরুদ্ধে। সেই অত্যাচারে এক দলিত শ্রমিক তরুণীর গর্ভপাত হয়ে যায় বলেও অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে কর্নাটকের চিক্কামাগালুরুর । অভিযুক্ত বিজেপি নেতার নাম জগদীশ গৌড়া, তাঁর ছেলের নাম তিলক গৌড়া। জগদীশ গৌড়া ওই কফি বাগানটির মালিক বলে জানা গেছে। জগদীশ ও তিলকের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ওই কফি বাগানেরই ১৬ জন দলিত শ্রমিককে আটকে রেখে নির্মম অত্যাচার করেছেন। অর্পিতা নামে এক তরুণী ২ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। অত্যাচারের ফলে তাঁর গর্ভপাত ঘটে যায়। বর্তমানে সংকটজনক অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

পুলিশ জানিয়েছে, কফি বাগানের মালিক জগদীশ গৌড়ার থেকে কফি শ্রমিকদের ৪টি পরিবার মোট ৯ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। সেই টাকা ফেরত দিতে না পারায় তাঁদের উপর অত্যাচার করতে শুরু করেন জগদীশ ও তাঁর ছেলে।