• facebook
  • twitter
Friday, 13 September, 2024

রাজ্য পুলিশের অধীনে বীরভূমের বাঘ , নিজের জেলায় ঢুকে কিছুটা স্বস্তি ফিরলো কেষ্টর 

বীরভূম,২০ ডিসেম্বর– গরু পাচার মামলায় সোমবার দিল্লির কোর্ট নির্দেশ দিয়েছিল, অনুব্রতকে রাজধানীতে নিয়ে গিয়ে জেরা করতে পারে ইডি।কিন্তু হঠাৎ সামনে আসে দুবরাজপুর থানার কেস।এবং এই কেসে অনুব্রত কে সাতদিন নিজের জেলাতেই থাকতে হবে । দুবরাজপুর থানার মামলায় নিম্ন আদালত মঙ্গলবার কেষ্টকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। গরু পাচার মামলায় অগস্ট মাসে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত। তারপর থেকে জেলেই। জামিন

বীরভূম,২০ ডিসেম্বর– গরু পাচার মামলায় সোমবার দিল্লির কোর্ট নির্দেশ দিয়েছিল, অনুব্রতকে রাজধানীতে নিয়ে গিয়ে জেরা করতে পারে ইডি।কিন্তু হঠাৎ সামনে আসে দুবরাজপুর থানার কেস।এবং এই কেসে অনুব্রত কে সাতদিন নিজের জেলাতেই থাকতে হবে । দুবরাজপুর থানার মামলায় নিম্ন আদালত মঙ্গলবার কেষ্টকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

গরু পাচার মামলায় অগস্ট মাসে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত। তারপর থেকে জেলেই। জামিন পাওয়ার নানান চেষ্টা করেছেন তিনি। নামিদামি অ্যাডভোকেট এর সাহায্য নিয়েছেন মুক্তির জন্য। কিন্তু তাতেও সুরাহা হয়নি কেষ্টর। সিবিআই হেফাজত ও আসানসোল জেলই ঠিকানা ছিল অনুব্রতর। গ্রেফতার হওয়ার পর এই প্রথম তিনি টানা সাতদিন নিজের জেলাতেই থাকতে চলেছেন।

 সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশের পর অনেকের ধারণা ছিল অনুব্রতর ঠাঁই হবে তিহার জেলে । কিন্তু দুবরাজপুর থানার মামলা সামনে আসায় হঠাৎ করে সব পাল্টে গেলো।কিছুটা স্বস্তি ফিরলো অনুব্রতর।

এরপর অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে কেন্দ্রীয় এজেন্সিকে অনেক আইনি জটিলতা পেরতে হবে বলেই মনে করা হচ্ছে।আপাতত তিনি রাজ্য পুলিশের অধীনে রয়েছেন।