• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সোশ্যাল মিডিয়া থেকে কোটি কোটি আয় তারকাদের 

মুম্বাই,১ অক্টোবর —বর্তমানে অল্প সময়ে কোটি কোটি টাকা ইনকাম করার অন্যতম উপায় হয়ে উঠেছে  সোশ্যাল মিডিয়া। এই  সোশ্যাল মিডিয়ায় পোস্ট থেকেই কোটি কোটি টাকা আয় করেন তারকারা ! শুনতে অবাক লাগলেও এটাই সত্যিই। তবে সেই আয়ের পরিমাণ জানলে চোখ কপালে ওঠার জোগাড়। প্রথমেই ধরা যাক, বিরাট কোহলির  কথা।ভারতীয় তারকাদের মধ্যে কোহলি একমাত্র, যাঁর ইনস্টাগ্রামে ফলোয়ার

মুম্বাই,১ অক্টোবর —বর্তমানে অল্প সময়ে কোটি কোটি টাকা ইনকাম করার অন্যতম উপায় হয়ে উঠেছে  সোশ্যাল মিডিয়া। এই  সোশ্যাল মিডিয়ায় পোস্ট থেকেই কোটি কোটি টাকা আয় করেন তারকারা ! শুনতে অবাক লাগলেও এটাই সত্যিই। তবে সেই আয়ের পরিমাণ জানলে চোখ কপালে ওঠার জোগাড়। প্রথমেই ধরা যাক, বিরাট কোহলির  কথা।ভারতীয় তারকাদের মধ্যে কোহলি একমাত্র, যাঁর ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০০ মিলিয়নেরও বেশি। এমন জনপ্রিয় তারকা রোজ কিছু না কিছু শেয়ার করছেন ইনস্টাগ্রামে। কিন্তু সেই থেকেও তিনি যা আয় করছেন তা এক কথায় অবিশ্বাস্য। হোপার এইচকিউ ২০২২ ইনস্টাগ্রাম রিচ লিস্ট অনুসারে কোহলি ইনস্টাগ্রাম প্রতি পোস্ট পিছু আয় করেন ৮.৯ কোটি টাকা! শুধুমাত্র ইনস্টাগ্রাম থেকেই প্রতি পোস্ট পিছু আয় করেন ১০.০৮৮ মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় ৮ কোটি ৯ লক্ষেরও বেশি।

বিভিন্ন তারকারা ইনস্টাগ্রাম,ফেইসবুক,সোশ্যাল সাইটে তাদের দৈনন্দিন জীবনের আপডেট দিতে থাকেন। আর তাতেই তাদের ফলোয়ার বাড়ে এবং আয় হয় কোটি কোটি  টাকা। ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যার নিরিখে বিশ্বের ক্রীড়াজগতের তারকাদের মধ্যে কোহলি আছেন ৪ নম্বরে। এশিয়ার মধ্যে বিরাট একমাত্র তারকা যিনি প্রথম বিশের তালিকায় রয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া রয়েছেন ২৭ নম্বরে। প্রতি পোস্ট পিছু তাঁর আয় ৩.৪৫ কোটি টাকা।এই তালিকায় শীর্ষে দেখতে গেলে এমন বহু তারকা রয়েছেন যাদের আয়  শুনলে চোখ কপালে ওঠার দায়।

Advertisement

Advertisement

Advertisement