• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

কাফেরদের শায়েস্তা করতে দেশজুডে় হামলার ছক ইসলামিক স্টেট জঙ্গিদের!

দিল্লি, ১১ নভেম্বর– ‘কাফের’দের শায়েস্তা করতে গোটা ভারতে হামলার ছক কষেছিল ইসলামিক স্টেটের সাত জঙ্গি৷ এর জন্য অনুদানের মাধ্যমে মোটা অর্থ জোগাড় চলছিল৷ আদালতে চার্জশিট পেশ করে এমনই উদ্বেগজনক তথ্য জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ৷ সম্প্রতি গোটা ভারতে অভিযান চালিয়ে ৭ সন্দেহভাজন ইসলামিক স্টেট জঙ্গিকে পাকড়াও করে এনআইএ৷ শনিবার অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট পেশ করে কেন্দ্রীয়

Robber,thieve or terrorist with gun and masked for attack with assault rifle black suit ready shooting,aiming on copy space background violence concept

দিল্লি, ১১ নভেম্বর– ‘কাফের’দের শায়েস্তা করতে গোটা ভারতে হামলার ছক কষেছিল ইসলামিক স্টেটের সাত জঙ্গি৷ এর জন্য অনুদানের মাধ্যমে মোটা অর্থ জোগাড় চলছিল৷ আদালতে চার্জশিট পেশ করে এমনই উদ্বেগজনক তথ্য জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ৷
সম্প্রতি গোটা ভারতে অভিযান চালিয়ে ৭ সন্দেহভাজন ইসলামিক স্টেট জঙ্গিকে পাকড়াও করে এনআইএ৷ শনিবার অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট পেশ করে কেন্দ্রীয় এজেন্সি৷ সেখানে জানানো হয়েছে, গোটা ভারতে সন্ত্রাস চালাতে প্রস্তুতি চালাচ্ছিল জঙ্গিরা৷ চিন্তার বিষয় হল, অভিযুক্তেরা শিক্ষিত, আধুনিক প্রযুক্তি ব্যবহারেও সড়গড়৷ ভারতে ‘জেহাদ’-এর বিষ ছড়াতে মহারাষ্ট্রের পুণে শহরে একাধিক বৈঠক করে৷ হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে চলছিল জেহাদি নিয়োগ প্রক্রিয়া৷
তদন্তে আরও জানা গিয়েছে, ভারতে ইসলামিক স্টেটের চরমপন্থী মতাদর্শ প্রচারে একটি গোপন নেটওয়ার্ক তৈরি করে জঙ্গিরা৷ সন্দেহভাজনদের থেকে একটি নথি বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা৷ যার শিরোনাম ‘কাফিরদের বিরুদ্ধে বদলা’৷ চার্জশিটে বলা হয়েছে, কাফেরদের (অমুসলিম) দ্বারা মুসলমানদের উপর নৃশংসতার প্রতিশোধ নিতে চেয়েছিল ওই জঙ্গিরা৷ দেশজুডে় হামলার ব্লুপ্রিন্টে তৈরি করতে মহারাষ্ট্র, কর্নাটক, গোয়া, তেলেঙ্গানা, কেরলের মতো একাধিক রাজ্যে রেইকি চালায় অভিযুক্তরা৷ এনআইএ-র দাবি, হামলার প্রস্তুতিতে মধ্যপ্রাচ্যের ইসলামিক স্টেটের শীর্ষ জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছিল৷ সাম্প্রতিক অভিযানে বড়সড় ষড়যন্ত্র রুখে দেওয়া গিয়েছে বলেই মনে করা হচ্ছে৷