টাইমস ম্যাগাজিনের স্থান শেখ হাসিনার, প্রকাশিত হল বিশেষ প্রতিবেদনও

Written by Sunita Das November 3, 2023 5:33 pm

ঢাকা, ৩ নভেম্বর– টাইম ম্যাগাজিনে স্থান পেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ বিশ্বের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী ম্যাগাজিন টাইম ম্যাগাজিনের কভার ছবিতেই দেখা গেল শেখ হাসিনাকে৷ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে ‘শেখ হাসিনা ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছে৷
গত সেপ্টেম্বরেই টাইম ম্যাগাজিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নেয়৷ সেই সাক্ষাৎকারের ভিত্তিতেই এই প্রতিবেদন৷ টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিস্ময়কর রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি বিগত এক দশকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ’ হিসেবে বাংলাদেশের ব্যাপক উত্থান ঘটিয়েছেন৷
টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পর পুনরায় ২০০৯ সাল থেকে বর্তমান সময় অবধি ক্ষমতায় থাকা বিশ্বের দীর্ঘতম নারী পরিচালিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ ইসলামপন্থী ও সামরিক বাহিনী-উভয়কেই দমন করার কৃতিত্ব রয়েছে হাসিনার৷ মার্গারেট থ্যাচার বা ইন্দিরা গান্ধীর থেকেও বেশি সংখ্যক নির্বাচনে জয়লাভের পর শেখ হাসিনা আগামী জানুয়ারিতেই ফের ব্যালট বাক্সের যুদ্ধে নামবেন৷ ফের একবার ক্ষমতায় ফিরতে বদ্ধপরিকর হাসিনা৷ টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা বলেন, “আমি আত্মবিশ্বাসী যে জনগণ আমার সঙ্গে রয়েছে৷ তারাই আমার মূল শক্তি”৷