কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলা, ধুন্ধুমার দিনহাটা 

Written by SNS February 25, 2023 5:21 pm

কোচবিহার,২৫ ফেব্রুয়ারি — কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের  বাড়ি ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছিল আগেই। শনিবার মন্ত্রী বাড়ি থেকে বেরিয়ে সভায় যাচ্ছিলেন। এনিয়েই ধুন্ধুমার বাঁধল দিনহাটায়। অভিযোগ, তার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। ইটপাটকেল মারা হয়। এরপর দু পক্ষের গোলমালে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা। 

এদিন দিনহাটার বুড়িরহাট এলাকায় সভা ছিল নিশীথ প্রামাণিকের।তিনি বিজেপির অন্যান্য বিধায়ক এবং প্রচুর কর্মী-সমর্থককে নিয়ে সভাস্থলের দিকে যাচ্ছিলেন। সেই সময় নিশীথের গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ।

এরপর ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেশ কিছু বাইক ভাঙচুর করা হয়। ইটের ঘায়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গাড়ির কাচ ভেঙে গিয়েছে বলে অভিযোগ। তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর করা হয় বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে শাসকদল। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস  ছোড়ে। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিশীথ প্রামাণিক প্রশ্ন তুলেছেন আগে থেকে কর্মসূচির কথা জানানো হলেও পুলিশ কেন ব্যবস্থা নেয়নি। “রাজ্যে এমন পরিস্থিতি তৈরি হলে গণতন্ত্র বলে কিছু থাকবে না” , বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। 

অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, “এত  গাড়ির কনভয় নিয়ে কেন যাচ্ছিলেন নিশীথ প্রামাণিক? ওই গাড়িতে কারা ছিল? পূর্ব পরিকল্পনা করে হামলার জন্যই গাড়িতে দুষ্কৃতীদের নিয়ে যাওয়া হচ্ছিল।”