• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দিনহাটায় তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ, কাঠগড়ায় বিজেপি

দিনহাটার তৃণমূল নেতৃত্বের বক্তব্য, আগামী দিনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ফের হামলা চালালে তৃণমূল কর্মীরাও বসে থাকবে না।

প্রতিনিধিত্বমূলক চিত্র

কোচবিহার জেলার দিনহাটায় তৃণমূল কর্মীকে আক্রমণের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। দিনহাটা-২ ব্লকের বামনহাট বাজারের ঘটনা। দিনহাটা-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপককুমার ভট্টাচার্য বলেন, ‘রাজনৈতিকভাবে পেরে উঠতে না পারায় হিংসার আশ্রয় নেওয়ার চেষ্টা করছে বিজেপি। বিভিন্নভাবে তৃণমূলকর্মীদের ভয় দেখানো হচ্ছে।’

তৃণমূল সূত্রে খবর, বুধবার রাতে দিনহাটা-২ ব্লকের তৃণমূল কর্মী মুন্না হক মনহাট অফিস পাড়া এলাকায় একটি দোকানে গিয়েছিলেন। সেই সময়ই বামনহাটের হরির পাট এলাকার এক তরুণ বাপি বর্মন অতর্কিতে ধারালো অস্ত্র নিয়ে মুন্নার ওপর হামলা চালান বলে অভিযোগ। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।

Advertisement

স্থানীয় বাসিন্দারা মুন্নাকে উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরবর্তীতে ঘটনায় অভিযুক্ত বাপিকে গ্রেপ্তার করে পুলিশ। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, আগামী দিনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ফের হামলা চালালে তৃণমূল কর্মীরাও বসে থাকবে না। যদিও এনিয়ে এখনও পর্যন্ত বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement

Advertisement