আথিয়ার এই লুক দেখেই বিরক্ত নেটিজেনদের একাংশ। তাদের দাবি, আথিয়াকে কোনও অংশ থেকেই নববধূ মনে হচ্ছে না। অনেকেই প্রশ্ন তুলেছেন, বিয়ের পরপরই সিঁথি থেকে উধাও সিঁদুর? মঙ্গলসূত্রই বা কেন পরেননি তিনি! আথিয়াভক্তরা আবার একটু মনখারাপ করেই বলেছেন, বলিউড তারকার কন্যা বলেই বিয়ের পরই এই লুকে ঘুরে বেড়াতে পারছেন আথিয়া। এদেশের সাধারণ মহিলারা এমনটা করলে অনেক প্রশ্ন ওঠে। কেউ কেউ আবার সুনীলতনয়াকে ভারতীয় সংস্কৃতির পাঠও দিয়েছেন। কারও দাবি, এখন ভারতীয় নারীরা পাশ্চাত্য সভ্যতাতেই বিশ্বাসী। ভারতীয় সংস্কৃতি তাঁদের কাছে সেকেলে।
যদিও এসব কথায় মোটেই কান দিতে নারাজ আথিয়া। আপাতত স্বামীর সঙ্গে নিজের নতুন জীবনটা উপভোগ করতে চান তিনি।
Advertisement
Advertisement



