• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মেয়ের কোল ভরাতে প্রতিবেশী তরুণীকে মেরে তাঁর বাচ্চা চুরি করল বৃদ্ধ দম্পতি

দিসপুর, ২৪ ডিসেম্বর– মেয়ের কোনো সন্তান নেই তাই অন্যের ১০ মাসের বাচ্চা চুরি করলেন বৃদ্ধ দম্পত্তি। শুধু চুরিই নয় বাচ্চাটির মাকেও নৃশংস ভাবে খুন করলেন তারা। পুলিশ সূত্রে খরব, গত সোমবার অসমের এলাকার চারাইদেও জেলার রাজবাড়ি টি এস্টেটের একটি ড্রেন এক মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিতুমণি লুখুরাখন নামের ওই মহিলা কেন্দুগুরি বাইলুং বাসিন্দা। তদন্তে নেমে পুলিশ

দিসপুর, ২৪ ডিসেম্বর– মেয়ের কোনো সন্তান নেই তাই অন্যের ১০ মাসের বাচ্চা চুরি করলেন বৃদ্ধ দম্পত্তি। শুধু চুরিই নয় বাচ্চাটির মাকেও নৃশংস ভাবে খুন করলেন তারা।

পুলিশ সূত্রে খরব, গত সোমবার অসমের এলাকার চারাইদেও জেলার রাজবাড়ি টি এস্টেটের একটি ড্রেন এক মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিতুমণি লুখুরাখন নামের ওই মহিলা কেন্দুগুরি বাইলুং বাসিন্দা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই মহিলার সঙ্গে তাঁর শিশু সন্তানও ছিল।

Advertisement

ওই শিশুর খোঁজ শুরু করে পুলিশ । পাশাপাশি চলে খুনের তদন্তও। জিজ্ঞাসাবাদের পরে নিতুমণির মৃত্যুর পিছনে তাঁর গ্রামের এক দম্পতিকে সন্দেহ করে পুলিশ। জোড়হাট বাস টার্মিনাল থেকে তাদের আটক করা হয়। টানা জেরার মুখে খুন ও অপহরণের কথা স্বীকার করে তারা।

Advertisement

Advertisement