• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নীল সাদা জার্সিকে বিদায় জানানোর কথা ঘোষণা করলেন আর্জেন্টাইন তারকা ডি মারিয়া।

আর্জেন্টিনা:- বিগত এক দশকের বেশি সময় ধরেই মেসিই আর্জেন্টিনা দলের প্রধান। এবং তাঁর সতীর্থ ছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। বিগত তিন বছরে তিনটি বড় ট্রফি জয়ের ক্ষেত্রে অবদান রেখেছেন আর্জেন্টিনা দলের এই খেলোয়াড়। সূত্রের খবর, ৩৫ বছরে এসে অবসর ঘোষণা করলেন ডি মারিয়া। আগামী বছর কোপা আমেরিকা খেলেই নীল সাদা জার্সিকে বিদায় জানানোর কথা ঘোষণা করলেন

আর্জেন্টিনা:- বিগত এক দশকের বেশি সময় ধরেই মেসিই আর্জেন্টিনা দলের প্রধান। এবং তাঁর সতীর্থ ছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। বিগত তিন বছরে তিনটি বড় ট্রফি জয়ের ক্ষেত্রে অবদান রেখেছেন আর্জেন্টিনা দলের এই খেলোয়াড়। সূত্রের খবর, ৩৫ বছরে এসে অবসর ঘোষণা করলেন ডি মারিয়া। আগামী বছর কোপা আমেরিকা খেলেই নীল সাদা জার্সিকে বিদায় জানানোর কথা ঘোষণা করলেন আর্জেন্টাইন তারকা। সূত্রের খবর, জানা গিয়েছে, আর্জেন্তিনার তারকা উইঙ্গার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ২০২৪ সালে কোপা আমেরিকাতেই শেষবারের মতো আর্জেন্তিনার জার্সিতে খেলবেন তিনি।নীল সাদা জার্সির সঙ্গে মিশে আছে মাঠের সেই সমস্ত দারুণ ঘটনা। যার জন্য সবসময় গর্ব বোধ করেছেন। কিন্তু কেরিয়ারের সমস্ত সুন্দর মুহূর্তগুলিকে নিয়ে জাতীয় দলকে বিদায় জানাচ্ছেন তিনি। জানা গিয়েছে, ২০০৭ সালে অনূর্ধ্ব ২০ দলের হয়ে প্রথম দেশের জার্সি গায়ে দেন ডি মারিয়া। ফিফা অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য তিনি। এরপর অনূর্ধ্ব ২৩ হয়ের ২০০৮ সালে বেজিং অলিম্পিকে সোনাও জেতেন ডি মারিয়া। ফাইনাল ম্যাচে গোলও করছিলেন। ২০০৮ সালে সিনিয়র টিমে অভিষেক হয় ২০০৮ সালে। দেশের জার্সিতে এখনও পর্যন্ত খেলেছেন ১৩৪টি ম্যাচ। গোল করেছেন ২৯টি। আর্জেন্টিনার জার্সিতে একের পর এক ম্যাজিক দেখিয়েছেন মারিয়া। আর্জেন্টিনার সর্বশেষ তিন আন্তর্জাতিক শিরোপা নিশ্চিতের ম্যাচেই গোল করেছেন ডি মারিয়া। বিশ্বকাপের আগে ২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জয়সূচক গোলটি এসেছিল তার পা থেকেই। নীল-সাদা জার্সির কাতার বিশ্বকাপ জেতার পিছনেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই তারকা। কাতার বিশ্বকাপরে ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে গোলও করেছিলেন তিনি। অলিম্পিক হোক বা বিশ্বকাপ বা কোপা আমেরিকা ফাইনাল ম্যাচে গোল করাটা অভ্যাসে পরিণত করেছিলেন ডি মারিয়া। সূত্রের খবর, ২০১৪ সালে বিশ্বকাপ ফাইনাল চোটের কারণে খেলতে পারেননি তিনি।  অবসরের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল আগেই। সেই খবরেই সিলোহর দিলেন ডি মারিয়া।

Advertisement

Advertisement