কলকাতা,২৪ আগস্ট — গরু পাচার মামলায়বুধবারই আসানসোল আদালতে শুনানি রয়েছে গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলের । সেই কারণেই বুধবার সাতসকালে নিজাম প্যালেস থেকে অনুব্রতকে নিয়ে আসানসোলের পথে রওনা দিয়েছে সিবিআই।যাবার পথে শক্তিগড়ে একটা ল্যাংচার দোকানে দাঁড়িয়ে পড়ে সার সার গাড়ি।এবং সেখানে সকালের জল খাবার সারেন অনুব্রত।
ল্যাংচার দোকানে গিয়েও ল্যাংচা না খেয়ে শুধু দুটো ডালপুরি আর লিকার চা খেলেন তিনি।জানা গাছে অনুব্রতর সুগার আছে বলেই মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে যান তিনি। নিজের স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট সচেতন এবং খাবার দাবার খুব মেপেই খান বলে জানা গেছে।
Advertisement
Advertisement
Advertisement



