• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

এসডিপিও-র অফিসে হাজিরা দিলেন অনুব্রত

গত বৃহস্পতিবার অনুব্রত ও বোলপুর থানার আইসি লিটন হালদারের কথোপকথোনের একটি অডিও (যার সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান) ক্লিপ সমাজমাধ্যমে ভাইরাল হয়।

প্রতিনিধিত্বমূলক চিত্র

বোলপুর থানার আইসি লিটন হালদারকে হুমকি দেওয়ার ৭ দিন পর বৃহস্পতিবার এসডিপিও অফিসে হাজিরা দেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার দুপুর ৩টে ২৫ মিনিট নাগাদ তিনি হাজিরা দিয়েছিলেন। প্রায় দুই ঘণ্টা পর তিনি এসডিপিও অফিস থেকে বেরোন। অসুস্থতার কারণ দেখিয়ে শনি ও রবিবার পরপর দুই দিন পুলিশের তলব এড়িয়েছেন অনুব্রত।

গত বৃহস্পতিবার অনুব্রত ও বোলপুর থানার আইসি লিটন হালদারের কথোপকথোনের একটি অডিও (যার সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান) ক্লিপ সমাজমাধ্যমে ভাইরাল হয়। কথোপকথন চলাকালীন আইসিকে কদর্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। এই ঘটনায় দলের নির্দেশে ক্ষমা চাইলেও চক্রান্তের অভিযোগ তুলেছেন কেষ্ট। অন্যদিকে পুলিশ অনুব্রতের বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁকে হাজিরার নোটিশ পাঠায়।

Advertisement

শনি ও রবিবার পর পর দুই দিন তাঁকে তলব করা হয়। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে যান। অনুব্রতের আইনজীবী বিপদতারণ ভট্টাচার্য ও তাঁর ঘনিষ্ঠ তৃণমূল নেতারা এসডিপিও দপ্তরে গিয়ে জানিয়েছিলেন, তিনি শারীরিকভাবে অসুস্থ। তাঁকে পাঁচ দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসক। এই সংক্রান্ত একটি মেডিক্যাল রিপোর্টও তদন্তকারী অফিসারদের হাতে তুলে দিয়েছিলেন অনুব্রতের আইনজীবী। সেই রিপোর্টে তাঁকে পাঁচদিন বেড রেস্টের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। বৃহস্পতিবারই সেই সময়ের মেয়াদ শেষ হতেই এ দিনই তিনি এসডিপিও অফিসে হাজিরা দিয়েছেন।

Advertisement

Advertisement