• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ফের সেলফির বলি,  নদীতে পড়ে মৃত্যু  কিশোরের

দেহরাদুন, ২৫ আগস্ট— সেলফির বলি কিশোর । সেলফি তুলতে গিয়ে নদীতে পড়ে মৃত্যু হল ১৫ বছর বয়সি এক কিশোরের । ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের জোশিয়াড়া ব্যারেজের কাছে। মৃত ছাত্রের নাম মনীশ উনিয়াল। বামনগাঁওয়ের বাসিন্দা সে। জানা গেছে, নিজের মোবাইল নিয়ে ব্রিজের উপর থেকে সেলফি তোলার চেষ্টা করছিল ওই কিশোর। সেই সময় হঠাৎই পা পিছলে ভাগীরথী নদীতে পড়ে যায়

falling in river

দেহরাদুন, ২৫ আগস্ট— সেলফির বলি কিশোর । সেলফি তুলতে গিয়ে নদীতে পড়ে মৃত্যু হল ১৫ বছর বয়সি এক কিশোরের ।

ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের জোশিয়াড়া ব্যারেজের কাছে। মৃত ছাত্রের নাম মনীশ উনিয়াল। বামনগাঁওয়ের বাসিন্দা সে। জানা গেছে, নিজের মোবাইল নিয়ে ব্রিজের উপর থেকে সেলফি তোলার চেষ্টা করছিল ওই কিশোর। সেই সময় হঠাৎই পা পিছলে ভাগীরথী নদীতে পড়ে যায় সে।

সঙ্গে সঙ্গেই স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ডের ডুবুরিরা তাকে উদ্ধার করতে নদীতে নামে। পুলিশ জানিয়েছে, তাকে জল থেকে তোলার সময়েও জীবিত ছিল সে। অচৈতন্য অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

উল্লেখ্য, মাসখানেক আগেই একইভাবে সেলফি তুলতে গিয়ে মৃত্যু হয়েছিল বেঙ্গালুরুর এক ইঞ্জিনিয়ারের। 

Advertisement

Advertisement