নদী পার হতে গিয়ে জলে তলিয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির। কিন্তু নদীগর্ভে অনেক খোঁজাখুঁজির পর তাঁর দেহ উদ্ধার করা হলো শনিবার। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমানের ভাতার থানা এলাকার খুড়ুল গ্রামের লোহারডাঙ্গা এলাকায়। মৃত ব্যক্তির নাম লাল কিস্যু। তাঁর বাড়ি খুড়ুল গ্রামেই। জানা গেছে ওই ব্যক্তি বর্ধমানের দেওয়ানদিঘীতে এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। বাড়ি ফেরার সময় ওই ঘটনা ঘটে। মৃতের ছেলে অর্জুন কিস্যু জানান, ‘নদীর ধারে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে বাবা নিখোঁজ হয়ে যান। পরে নদীর ধারে বাবার লাঠি পড়ে থাকতে দেখে ধারণা হয় নদী পার হতে গিয়েই জলে ডুবে গেছেন’।
তারপর ছোট নৌকা নিয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তল্লাশি শুরু করেন। কিন্তু দীর্ঘ সময় ধরে তল্লাশি চললেও শুক্রবার রাত পর্যন্ত ওই ব্যাক্তির খোঁজ মেলেনি। এরপর বর্ধমান থেকে স্পিডবোট নিয়ে গিয়ে ফের তল্লাশি শুরু হয়। শুক্রবার রাতের পর আবার তল্লাশি শুরু করা হয় শনিবার। এদিকে ওই ব্যাক্তির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, খড়ি নদির উপর সেতুর দাবি দীর্ঘ দিনের। কিন্তু দাবি পূরণ না হবার ফলে বার বার দুর্ঘটনা ঘটছে। এছাড়াও সারা বছরই বিশেষ করে বর্ষায় যাতায়াতে চরম দুর্ভোগে পড়তে হয় বাসিন্দাদের।
Advertisement
Advertisement
Advertisement



