• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ফের ডেঙ্গিতে প্রাণ হারালেন এক প্রৌঢ়া 

কলকাতা,১১ সেপ্টেম্বর —বাংলায় ডেঙ্গি যে ভাবে থাবা বসিয়েছে তাতে বাংলার মানুষ আতঙ্কিত।ফের ডেঙ্গির কবলে পড়ে প্রাণ গেল কলকাতার বছর ৫৩-এর এক মহিলার।  জানা গেছে, হরিদেবপুরের পশ্চিম পাতুয়ারি এলাকার ব্যানার্জি পাড়ায় থাকতেন কৃষ্ণা গঙ্গোপাধ্যায় নামে ওই মহিলা। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গি ধরা পড়ে। শনিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা

Dengue

কলকাতা,১১ সেপ্টেম্বর —বাংলায় ডেঙ্গি যে ভাবে থাবা বসিয়েছে তাতে বাংলার মানুষ আতঙ্কিত।ফের ডেঙ্গির কবলে পড়ে প্রাণ গেল কলকাতার বছর ৫৩-এর এক মহিলার।  জানা গেছে, হরিদেবপুরের পশ্চিম পাতুয়ারি এলাকার ব্যানার্জি পাড়ায় থাকতেন কৃষ্ণা গঙ্গোপাধ্যায় নামে ওই মহিলা। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গি ধরা পড়ে। শনিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসা করেও বাঁচানো সম্ভব হয়নি প্রৌঢ়াকে।  রবিবার ভোরে মৃত্যু হয় তাঁর।

Advertisement

Advertisement