ওয়াশিংটন, ১৫ মার্চ – আরও ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ‘মেটা’, যা কিনা মোট কর্মীসংখ্যার ১০ শতাংশেরও বেশি। এই খবর জানানো হয়েছে মার্ক জুকেরবার্গের সংস্থার তরফে। মেটা কর্তৃপক্ষর সিদ্ধান্ত , আগামী ৪ মাস ধরে ধাপে ধাপে কর্মী ছাঁটাই চলবে। জুকেরবার্গ তাঁর সংস্থার কর্মীদের উদ্দেশে এক বার্তায় বলেছেন, ‘‘আমরা আমাদের কর্মীসংখ্যা ১০ হাজার কমিয়ে আনার পাশাপাশি ৫ হাজার খালি পদে নিয়োগও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।’’
গত নভেম্বরে ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিলেন জুকেরবার্গ। আর্থিক মন্দার কারণেই এই ছাঁটাই অভিযান চালাচ্ছে তারা।চার মাসের মধ্যেই আবার নতুন করে ছাঁটাইয়ের ঘোষণা। প্রসঙ্গত, আমেরিকার ধনকুবের ইলন মাস্ক ‘টুইটার’ অধিগ্রহণের পরেও পৃথিবীর একাধিক দেশ থেকে বহু সংখ্যক কর্মী ছাঁটাই করেছিল ‘টুইটার’। তারপরই কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করে দিল মেটা।
Advertisement
Advertisement
Advertisement



