‘বিচ্ছেদ ও ‘বেলস পলসি’ একসঙ্গে সহ্য করেছি’

Written by Sunita Das December 7, 2023 4:38 pm

নিউ ইয়র্ক: বিচ্ছেদের আগে এবং পরবর্তী বেশ কিছু দিন তাঁকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে হলিউডের বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিকে৷ এক সাক্ষাৎকারে জানালেন অভিনেত্রী জানিয়েছেন, ব্র্যাডের সঙ্গে বিচ্ছেদের ছ’মাস আগে ‘বেলস পলসি’তে আক্রান্ত হওয়ার কথাও জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে৷
অপেরা গায়িকা মারিয়া কালাসের জীবনীচিত্রে অভিনয় করছেন অ্যাঞ্জেলিনা৷ সেই সূত্রে ওয়াল স্ট্রিট জার্নাল ম্যাগাজিনকে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি৷ সেখানে অ্যাঞ্জেলিনা বলেন, “আমার শরীর বেশি চাপ সহ্য করতে পারে না৷ রক্তে শর্করার মাত্রা ওঠানামা করতে শুরু করে৷ ব্র্যাডের সঙ্গে বিচ্ছেদের ছ’মাস আগেই আমি ‘বেল’স পলসি’(মুখের একাংশ পক্ষাঘাতগ্রস্থ হয়ে পড়া)-তে আক্রান্ত হই৷’
অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি আরও বলেন, ‘এখন অভিনয় জীবন শুরু করলে কোনও দিনই অভিনেত্রী হতে পারতাম না৷ কেরিয়ারের শুরুতে বুঝতে পারিনি, নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে সকলকে এত কিছু জানাতে হবে৷ কোনও ধারণাই ছিল না৷’
সাক্ষাৎকারে অ্যাঞ্জেলিনা আরও জানান, লস অ্যাঞ্জেলসে থাকলে ক্রমাগত পাপারাৎজ়িদের মুখোমুখি হতে হয় তাঁকে৷ ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর তা আরও বেডে় গিয়েছে৷ অ্যাঞ্জেলিনা বলেন, “বিচ্ছেদের পর জীবন আরও কঠিন হয়ে উঠেছে৷ স্বাধীন ভাবে ঘোরাফেরা বন্ধ হয়ে গিয়েছে৷” এর পরেই হলিউড ছেডে় চলে যাওয়ার কথা ভাবছেন বলে জানান তিনি৷ কম্বোডিয়ায় নিজের বাডি়তে আরও সময় কাটাতে চান জোলি৷
অ্যাঞ্জেলিনা ১৯৮২ সালে ‘লুকিন’ টু গেট আউট’-এ বাবা জন ভয়টের সঙ্গে শিশুশিল্পী রূপে পর্দায় আত্মপ্রকাশ করেন৷ ‘গার্ল’, ‘ইন্টারাপ্টেড’, ‘লারা ক্রফ্ট: টম্ব রেইডার’, ‘সল্ট’, ‘ম্যালেফিসেন্ট’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি৷
২০০৪ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবির শু্যটিং চলাকালীন জোলি এবং ব্র্যাডের আলাপ হয়৷ প্রায় ১০ বছর প্রেম করে ২০১৪ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন৷ দু’বছর সংসার করার পর ২০১৬ সালে আইনি ভাবে তাঁরা আলাদা হয়ে যান৷ ব্র্যাড এবং অ্যাঞ্জেলিনার বিবাহবিচ্ছেদের পরে তাঁদের ছয় সন্তানের ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো, এবং যমজ নক্স লিওন এবং ভিভিয়েন মার্চেলিনের হেফাজত নিয়ে দু’জনে একটি দীর্ঘ আইনি বিরোধে জডি়য়ে পডে়ন৷ শেষমেশ সন্তানদের নিজের কাছে পান অ্যাঞ্জেলিনা৷