• facebook
  • twitter
Saturday, 14 September, 2024

‘ইন্ডিয়া’ ব-কলমে বিহার মহাজোটরে সভা ৩ মার্চ

রাহুল, লালু, সীতারাম ছাড়া বড় মুখ থাকার সম্ভাবনা কম দিল্লি, ২২ ফেব্রুয়ারি– একের পর এক জোট সঙ্গী বেরিয়ে যাওয়ার খবরে ইন্ডিয়ার ভবিষ্যত নিয়েই শঙ্কার কালো মেঘ দেখা দিয়েছিল রাজনীতিক মহলে৷ তবে আপাতত কিছুটা হলেও স্বস্তিতে ইন্ডিয়া জোট তথা কংগ্রেস শিবির৷ সেই স্বস্তির মুখেই শোনা গেল অবশেষে আগামী ৩ মার্চ বিরোধী জোট ইন্ডিয়ার প্রথম যৌথ জনসভা

রাহুল, লালু, সীতারাম ছাড়া বড় মুখ থাকার সম্ভাবনা কম
দিল্লি, ২২ ফেব্রুয়ারি– একের পর এক জোট সঙ্গী বেরিয়ে যাওয়ার খবরে ইন্ডিয়ার ভবিষ্যত নিয়েই শঙ্কার কালো মেঘ দেখা দিয়েছিল রাজনীতিক মহলে৷ তবে আপাতত কিছুটা হলেও স্বস্তিতে ইন্ডিয়া জোট তথা কংগ্রেস শিবির৷ সেই স্বস্তির মুখেই শোনা গেল অবশেষে আগামী ৩ মার্চ বিরোধী জোট ইন্ডিয়ার প্রথম যৌথ জনসভা হতে চলেছে৷ পাটনাতেই হতে চলেছে এই সভা৷

এই পাটনায় সভা করার প্রস্তাব নীতীশ কুমার জোট সঙ্গী থাকাকালীনই হয়৷ সেই সময় নীতীশও পাটনায় সভা করার সিদ্ধান্তে সায় দিয়েছিলেন৷ কিন্তু এখন তিনি ইন্ডিয়া বিরোধী শিবিরে৷ তবুও সেই পাটনাতেই সভা করার সিদ্ধান্ত ইন্ডিয়া-র৷ জেডিইউ নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী শিবির বদলের পর এই প্রথম বিরোধী জোট পাটনায় এক মঞ্চে মিলিত হতে চলেছে৷

জানা গিয়েছে, ৩ রা মার্চের এই সভায় দেখা যাবে হাতে গোনা গুন্তি নেতাদেরই৷ যৌথ জনসভা বলা হলেও পাটনায় কংগ্রেস ও বাম নেতারা জানিয়েছেন, ওই দিন রাহুল গান্ধির সঙ্গে মঞ্চে থাকবেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব, তাঁর পুত্র তেজস্বী এবং তিন বাম নেতা সীতারাম ইয়েচুরি, ডি রাজা ও দীপংকর ভট্টাচার্য৷ সম্প্রতি অখিলেশকে নিয়ে জোট ভাঙার শঙ্কা দেখা দিলেও আপাতত অখিলেশ বিরোধী জোট শিবিরেই রয়েছেন তবুও তাকে এই সভায় দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি৷ একই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, এমকে স্ট্যালিনদের হাজির থাকা বা না থাকাও নাকি দোলাচলে রয়েছে৷

অন্যদিকে, নীতীশ কুমার জোট বদলে বিজেপির হাত ধরার পর লালু প্রসাদ এখনও পর্যন্ত প্রাক্তন রাজনৈতিক সঙ্গীর বিরুদ্ধে মুখ খোলেননি৷ বরং সপ্তাহখানেক আগেও বলেছেন, নীতীশের জন্য তাঁর দরজা খোলা৷ ৩ মার্চের সভায় লালু প্রসাদ প্রথম মুখ খুলতে পারেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে৷

অনেকে আবার পাটনায় ইন্ডিয়ার এই সভা করার পেছনে নীতীশকে জবাবা দেওয়ার চেষ্টা বলেই মনে করছে৷ সেই হিসেবে এই সভাকে বিরোধী জোটের সভা না বলে বিহারের মহাজোটের শিবির বলাই ভালো৷

তবে, ৩ মার্চের সভা থেকে নীতীশকে আক্রমণের পাশাপাশি বিরোধী শিবির যে নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা করবে তা স্পষ্ট৷ জনসভার জন্য বেছে নেওয়া হয়েছে পাটনার ‘ব্রিগেড প্যারেড গ্রাউন্ড’ গান্ধি ময়দানকে৷