তামিলনাড়ুতে ইন্ডিয়ার আসন রফা শেষ, জানাল ডিএমকে

Written by SNS February 29, 2024 7:02 pm

চেন্নাই, ২৯ ফেব্রুয়ারি– তামিলনাড়ুতে ‘ইন্ডিয়া’-র আসন রফা সম্পন্ন৷ বৃহস্পতিবার এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের দল ডিএমকে জানালেন, লোকসভা ভোটে তামিলনাড়ুতে বিজেপি বিরোধী জোটের আসন রফা চূড়ান্ত৷ রফা অনুযায়ী দুই বাম দল সিপিএম এবং সিপিআই দু’টি করে কেন্দ্রে লড়বে৷ ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) এবং কেএমডিকে লড়বে একটি করে আসনে৷

২০১৯ সালের লোকসভা ভোটে ডিএমকে নেতৃত্বাধীন ন’টি দলের জোটের অন্যতম শরিক ছিল কংগ্রেস৷ দাক্ষিণের ওই রাজ্যের ৩৯টি লোকসভা আসনের মধ্যে ৩৮টিতেই জিতেছিল ডিএমকে-কংগ্রেস জোট৷ মাত্র একটি আসনে পদ্মফুল ফোটাতে পেরেছিল বিজেপির তৎকালীন সহযোগী এডিএমকে ৷ ডিএমকে নেতৃত্বাধীন জোটের সহযোগী হিসাবে দু’টি করে আসনে লডে়ছিল দুই বাম দল৷

সিপিএম কোয়ম্বত্তূর এবং মাদুরাই আসনে জিতেছিল৷ সিপিআই জিতেছিল তিরুপুর এবং নাগাপত্তনম লোকসভা কেন্দ্রে৷  এ বার সেই কোয়ম্বত্তূর আসনটি চিত্রতারকা কমল হাসনের দলকে ছাড়তে হবে বলে জল্পনা রয়েছে৷ যদিও বৃহস্পতিবার স্ট্যালিনের ঘোষণার পর সেই আসন ছাড়া হবে কিনা তা এখন অনিশ্চিত৷
গত ডিসেম্বরে কংগ্রেস নেতা রাহুল গান্ধির ‘ভারত জোড়ো যাত্রা’য় কমলের উপস্থিতির পরেই জল্পনা দানা বেঁধেছিল, তাঁর দল মাক্কাল নেধি মইয়ম’ (এমএনএম) বিজেপি বিরোধী জোটে যোগ দিতে পারে৷ প্রসঙ্গত, জনপ্রিয় তামিল অভিনেতা কমল ২০১৮ সালে নিজের দল এমএনএম গডে়ছিলেন৷

উল্লেখ্য, ২০১৯-এর লোকসভা ভোটে তামিলনাড়ুর ৩৯টি আসনের মধ্যে ৩৭টিতে প্রার্থী দিলেও একটিও জেতেনি কমলের দল৷ পেয়েছিল সাকুল্যে সাডে় তিন শতাংশ ভোট৷ ২০২১ সালের বিধানসভা ভোটে কোয়ম্বত্তূর দক্ষিণ কেন্দ্রে কমল লডে় হাজার দেডে়ক ভোটে এডিএমকে-বিজেপি জোটের প্রার্থীর কাছে হেরে গেলেও পেয়েছিলেন প্রায় ৩৪ শতাংশ ভোট৷ তৃতীয় স্থানে ঠেলে দিয়েছিলেন ডিএমকে-কংগ্রেস-বাম জোটের প্রার্থীকে৷

বছর কয়েক আগেই বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ছেডে়ছে এডিএমকে৷ দলের এক মাত্র সাংসদ আর রবীন্দ্রনাথকে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে বহিষ্কার করেছেন এডিএমকে প্রধান ইকে পলানীস্বামী৷

পাঁচ বছর আগেও ওই লোকসভা ভোটে ডিএমকে ২০, কংগ্রেস ন’টি আসনে লডে়ছিল৷ সিপিএম, সিপিআই এবং দলিত সংগঠন ভিসিকে লডে়ছিল দু’টি করে লোকসভা কেন্দ্রে৷ ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ, এমডিএমকে, আইজেকে এবং কেএমডিকের ভাগে পডে়ছিল একটি করে আসন৷ এক মাত্র থেনি আসনটিতে হেরেছিলেন ডিএমকে নেতৃত্বাধীন জোটের কংগ্রেস প্রার্থী৷

সম্প্রতি ‘সনাতন ধর্ম’ বিতর্কে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের পুত্র উদয়নিধির পাশে দাঁডি়য়েছিলেন কমল হাসন৷ লোকসভা ভোটের আগে এই জনপ্রিয় অভিনেতা বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’য় যোগ দিলে তামিলনাড়ুতে তার ‘প্রভাব’ পড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ৷ যদিও এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি কোনও পক্ষের তরফেই৷