• facebook
  • twitter
Friday, 5 December, 2025

তামিলনাড়ুতে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত অন্তত ৬, আহত ২৮

তামিলনাড়ুর তেঙ্কাসি জেলায় সোমবার সকালে  দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয় জনের প্রাণহানি হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ২৮ জন

তামিলনাড়ুর তেঙ্কাসি জেলায় সোমবার সকালে  দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয় জনের প্রাণহানি হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ২৮ জন। দু’টি বেসরকারি বাসই দুমড়ে মুচড়ে গিয়েছে। স্থানীয় প্রশাসন এবং দমকল কর্মীরা সময়মত ঘটনাস্থলে পৌঁছে  যান এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত দু’টি বাসের মধ্যে একটি যাচ্ছিল মাদুরাই থেকে সেঙ্কোটাই এবং অন্যটি যাচ্ছিল তেঙ্কাসি থেকে কোভিলাপট্টির উদ্দেশে। মাদুরাই থেকে সেঙ্কোটাইগামী বাসটি বেপরোয়া গতিতে ছুটছিল এবং তদন্তকারীদের মতে গাড়িটির অতিরিক্ত গতিবেগ এবং চালকের অসাবধানতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

Advertisement

পুলিশ দুর্ঘটনার আসল কারণ জানতে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে এবং রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।  দুর্ঘটনায় আহত ২৮ জনকে ভর্তি করা হয়েছে নিকটবর্তী হাসপাতালে। চিকিৎসকদের মতে তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

Advertisement

Advertisement