মেহবুবার প্রস্তাব নাকচ অমিত শাহের 

Written by SNS October 6, 2022 5:02 pm

বারামুলা, ৬ অক্টোবর–কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা বলছেন পাকিস্তানের  সঙ্গে আলোচনায় বসতে।মেহবুবার  সেই উপদেশ উড়িয়ে দিয়ে গৃহমন্ত্রী অমিত শাহের বক্তব্য সন্ত্রাসের জননী পাকিস্তানের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না।বুধবার বারামুল্লায় এক সমাবেশ মঞ্চ থেকে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব উড়িয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তাঁর বক্তব্য, ১৯৯০-এর পর থেকে এপর্যন্ত উপত্যকায় ৪২ হাজার মানুষ সন্ত্রাসের বলি হয়েছেন। কেন্দ্রীয় সরকার বহুবার জানিয়েছে পাকিস্তানের মদতে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা সেখানে সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।

 বর্তমানে পাকিস্তান  চরম আর্থিক দুর্গতির মুখে পড়েছে। তার উপর সাম্প্রতিক বন্যার জেরে অর্থনীতিক পরিস্তিতি খুবই খারাপ।  এই পরিস্থিতিতে বন্ধ বাণিজ্য চালু করার প্রস্তাব নিয়ে পাক কূটনীতিকরা নানাভাবে চেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতিতে অমিত শাহ স্পষ্ট করে দিলেন কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ভারত সরকার এই ব্যাপারে ইতিবাচক সাড়া দেবে না।অমিত শাহ  কারো নাম উল্লেখ না করে বলেন, ‘কিছু লোক বলছে পাকিস্তানের সঙ্গে কথা বলা উচিত। কেন আমরা পাকিস্তানের সঙ্গে কথা বলব? আমরা কথা বলব না। আমরা বারামুল্লার মানুষের সঙ্গে কথা বলব, কাশ্মীরের মানুষের সঙ্গে কথা বলব।’