মুম্বাই,৩ সেপ্টেম্বর — করোনার কঠিন পরিস্থিতিতে মানুষ যখন জীবন আর মৃত্যুর মাঝে ঝুলছে ,ঠিক তখন গোটা দুনিয়ায় কোভিশিল্ড ভ্যাকসিনের ১০০ মিলিয়ন ডোজ পৌঁছে দিতে বিল গেটসের সঙ্গে হাত মেলান সেরাম ইনস্টিটিউট প্রধান আদর পুনাওয়ালা। সেই জীবনদায়ী ভ্যাকসিন নেওয়ার পর মৃত্যু হয়েছে মেয়ের।এমন বিস্ফোরক অভিযোগ তুলেই নকুবের বিল গেটস এবং সেরাম ইনস্টিটিউটের বিরুদ্ধে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হন দিলীপ লুনওয়াত নামের এক ব্যক্তি। এমনকী ক্ষতিপূরণ হিসেবে ১ হাজার কোটি টাকাও দাবি করেছেন তিনি। এই মামলায় গেটস এবং সেরামকে শুক্রবার নোটিস ধরিয়েছে উচ্চ আদালত।
Advertisement
Advertisement



