ফের নাকি করোনার মতো মহামারী থাবা বসাবে গোটা বিশ্বে!

Written by SNS September 27, 2023 11:59 am

ভারত:- আবার নাকি মহামারী থাবা বসাবে গোটা বিশ্বে! করোনার মতোই মারণ মহামারী এমনই সতর্ক করেছেন চিনের বিখ্যাত ভাইরোলজিস্ট ব্যাটওম্যান। করোনা যে আগেও চিনে ছড়িয়েছিল সেটা তিনিই প্রথম জানিয়েছিলেন। এবং করোনা ভাইরাস নিয়ে গবেষণাও তিনি করেছেন। করোনা গত ২ বছর ধরে গোটা বিশ্বে দাপিয়ে বেড়িয়েছে। এখনও পুরোপুরি করোনা মুক্ত বিশ্ব বলা যাচ্ছে না। তবে মহামারী পর্যায়ে সেটা আর নেই। সূত্রের খবর, ভাইরোলজিস্টরা জানিয়েছেন মানবদেহে এর প্রতিরোধক তৈরি হয়ে গিয়েছে। সেকারণে এটি এখন ভাইরাল ফ্লুয়ে পরিণত হয়েছে। সেই মারণ পরিস্থিতি নেই। সূত্রের খবর, জানা গিয়েছে, এরই মধ্যে চিনের ব্যাটওম্যানের এই সতর্কবার্তা জানিয়েছেন। চিনের ভাইরোলজিস্ট শি ঝেংলি। যাঁর পরিচিতি ব্যাটওম্যান বলে। তিনি দাবি করেছেন অদূর ভবিষ্যতে আবারও গোটা পৃথিবী মহামারীর শিকার হবে। একেবারে লিখিত আকারেই ব্যাটওম্যান জানিয়েছেন আবারও করোনা মহামারীর মতো ভয়ঙ্কর মহামারীর মুখোমুখি হতে চলেছে গোটা বিশ্ব। চিনের এই বিজ্ঞানীই প্রথম জানিয়েছিলেন করোনা ভাইরাসে ছড়িয়েছে বাদুড় থেকে। কোনও পশু থেকে নয়। করোনা ভাইরাসের মতোই কোনও ভ্যারিয়েন্ট থেকে এই সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রয়েছে। কারণ করোনা বাইরাসের ৪০ রকমের প্রজাতি রয়েছে যেগুলি মারাত্মক। পশুর থেকে মানব দেহে তাদের ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, এদিকে ভারতে করোনা ভাইরাসের দাপট নির্মুল হলেও সম্প্রতি নিপা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে সেটিও করোনার মতোই ভয়াবহ। মারণ এই ভাইরাসের সংক্রমণ। ইতিমধ্যেই কেরলে ৫ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তার পরেই গোটা দেশের একাধিক রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে।