লালুর পর তেজস্বী, এবার সিবিআই নজরে বিহারের উপমুখ্যমন্ত্রী

Written by SNS August 27, 2022 6:16 pm
পটনা, ২৭ আগস্ট– সবে উপমুখ্যমন্ত্রী পদে ভবসেছেন তেজস্বী যাদব।  শপথ নিয়েছেন দু’সপ্তাহও হয়নিআর এরই মধ্যে তেজস্বীর জেল সফরের তৈয়ারী করতে লাগলো সিবিআই। এরই মধ্যে পুরনো দুর্নীতির মামলায় তেজস্বী যাদবের বিরুদ্ধে কোমর বেঁধে নেমে পড়ল সিবিআই। সূত্রের দাবি, ইউপিএ আমলে জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারিতে এবার অন্যতম অভিযুক্ত হিসাবে উঠে আসছে তেজস্বীর নাম। তাঁর বিরুদ্ধে বড়সড় প্রমাণও চলে এসেছে কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে। যার ভিত্তিতে তেজস্বীকে নাকি গ্রেপ্তারও করা হতে পারে।

সিবিআইয়ের দাবি, ইউপিএ আমলে রেলমন্ত্রী থাকাকালীন একাধিক নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে অভিযুক্ত ছিলেন তেজস্বীর বাবা লালুপ্রসাদ যাদব । একাধিক পদে অর্থ বা জমির বিনিময়ে নিয়োগ করার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এই অভিযোগে ইতিমধ্যেই ইতিমধ্যেই দফায় দফায় লালুর পরিবারের বহু ঠিকানায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজেডির অন্যান্য নেতাদের সম্পত্তিতেও তল্লাশি চলেছে। বিহারে রাজনৈতিক পালাবদলের পর এই মামলার তদন্তের গতি যেন বাড়তে শুরু করছে।