কলকাতা:- ‘ওহ মাই গড’ মুক্তির প্রায় ১১ বছর পর আবার আসতে চলেছে এর সিক্যুয়েল ছবি। ওহ মাই গড ছবিতে অক্ষয় কুমারকে কৃষ্ণের অবতারে দেখা গিয়েছিল। এবার তিনি শিবের অবতারে দেখা দিতে চলেছেন। মাথায় জটা, কপালে আঁকা তিলক। গলায় রূদ্রক্ষের মালা। পরনে কালো রঙের ক্লিভলেস গেঞ্জি। এই সাজে বহুদিন ধরে দেখা যাচ্ছে অক্ষয়কে। তেমনই ভাইরাল হওয়া কোনও ছবিতে হাতে ডমরু নিয়ে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়। একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে শিবের সাজে দেখা গিয়েছে তাঁকে। তারই বিশেষ ঘোষণা ১১ জুলাই আসছে টিজার। এভাবে ওমাই গড ২ ছবির টিজার মুক্তির দিন ঘোষণা করলেন অক্ষয় কুমার। অক্ষয় ছাড়াও ছবিতে থাকছেন ইয়ামি গৌতম, পঙ্কজ ত্রিপাঠী-সহ আরও অনেক অভিনেতা-অভিনেত্রী। ওহ মাই গড মুক্তি পেয়েছিল ২০১২ সালে। সেই সাফল্যের কথা মাথায় রেখেই সিক্যুয়েল ছবি আসতে চলেছে। কিছুদিন আগে অক্ষয় কুমারের সেলফি মুক্তি পেয়েছে। দুই হেভিওয়েট তারকা থাকা সত্ত্বেও ছবি ফ্লপ করে। ১১ই জুলাই মুক্তি পাবে এই ছবির টিজার। এবং শীঘ্রই দেখা যাবে জলি এলএল বি ৩ ছবিতে। সেই ছবিতে আবার জুটি বাঁধবেন আরশদ ওয়ার্সির সঙ্গে। ‘জলি এলএলবি’ এবং ‘জলি এলএলবি ২’ ছবিটি বেশ সাড়া ফেলেছিল বক্স অফিসে। এবার সেই সাফল্যের রেশ টেনেই আসছে ‘জলি এলএলবি ৩’। আপাতত ছবির কাস্ট নির্বাচন থেকে শুরু করে প্রি প্রোডাকশনের কাজ চলছে। এই সকল কাজ শেষ হলে শুরু হবে শ্যুটিং।
Advertisement
Advertisement



